1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

তাড়াশে বাজারপাড়া সার্বজনিন দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১

মোঃ আব্দুল কুদ্দুস, বার্তা সম্পাদক, সিরাজগঞ্জ।
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

তাড়াশে বাজারপাড়া সার্বজনিন দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১

মোঃ আব্দুল কুদ্দুস, বার্তা সম্পাদক, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের তাড়াশে বাজারপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর করার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাতটার দিকে এ ঘটনাটি ঘটে, তাড়াশে বাজারপাড়া সার্বজনিন দুর্গা মন্দিরে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনার সিসি ফুটেজ দেখে আব্দুল মালেক (৪৫) নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।

জানা গেছে, উপজেলার মাগুড়া বিনোদ গ্রামের মো. মোজদার হোসেনের ছেলে আব্দুল মালেক ওই মন্দিরে ঢুকে সেখানে বেদিতে রাখা স্বরস্বতীর প্রতিমা মেঝেতে ফেলে দেয়। এরপর লাঠি দিয়ে তাতে এলোপাথারি আঘাত করে টুকরো টুকরো ভেঙ্গে ফেলে। পরে স্থানীয় লোকজন বিষয়টা দেখে তাকে আটক করে থানায় খবর দেয়। পরবর্তীতে তার পরিবাররে লোকজন ও তার সাথীরা এসে তাকে জোর করে ছাড়িয়ে নিয়ে যায়।

এ বিষয়ে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ সান্যাল জানান, ওই পরিবারের লোকজন আমাদেরকে জানালে আমরা প্রশাসনকে জানাই। আমি ও আমার সভাপতি ডাঃ গোপাল ঘোষ ঘটনাস্থলে যাবার পর জানতে পারি, অভিযুক্ত ব্যক্তিকে আটক করে রেখেছিল কিন্তু তার পরিবাররে লোকজন এসে তাকে ছিনতাই করে নিয়ে যায়। এর আগেও একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে আর যেন না ঘটে তার জন্য প্রসাশনকে বিষয়টা দেখতে বলেছি। আমরা জানতে পারি অভিযুক্তকে মাগুড়া থেকে আটক করা হয়েছে।

এ বিষয়ে থানায় একটা বৈঠক হয়, যেখানে ওসি সাহেব, বিএনপির নেত্রীবৃন্দ, জামায়াত এর নেত্রীবৃন্দ, পূজা উদযাপনের নেত্রীবৃন্দ ও অভিযুক্ত পরিবারের লোকজন উপস্থিত ছিল। সেখানে একটা সিদ্ধান্ত হয় তাকে কোন ভাবেই ছাড়া যাবে না।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট