1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য” .পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। মাগুরা শ্রীপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে সেনা কর্মকর্তার সাথে মতবিনিময়। ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার আওতাধীন এতবারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার ওয়ার্ড সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাদ্য ও নগদ অর্থ বিতরণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে শাহ জালাল (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহ জালাল মধ্যপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। পেশায় তিনি ঢাকায় জুতার কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে মধ্য লালপুর এলাকার মনির মিয়ার মেয়ে জান্নাত বেগমের সঙ্গে বিয়ে হয় শাহ জালালের। তাদের সংসারে নুসরাত নামে দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দেয়।

সম্প্রতি শাহ জালালের স্ত্রী জান্নাত বেগম অভিমান করে বাবার বাড়ি চলে যান। শুক্রবার বিকালে স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে বাকবিতণ্ডার পর হতাশ হয়ে শাহ জালাল নিজ ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন।

পরিবারের সদস্যরা জানান, শাহ জালাল তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন। কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের মানসিক চাপে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। ঘটনার দিন স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

নিহতের মা শাহানা বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে তার শ্বশুরবাড়ির লোকজন এবং স্ত্রী মিলে মানসিকভাবে নির্যাতন করেছে। একাধিকবার তাকে মারধরও করা হয়। এ জন্যই আমার ছেলে আজ জীবন দিল।”

নিহতের চাচাতো ভাই মামুন মিয়া বলেন, “স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শাহ জালাল দেখেন, তার স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে কথা বলছে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি আত্মঘাতী হন।”

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শফিক জানান, “ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শনিবার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট