1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য” .পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। মাগুরা শ্রীপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে সেনা কর্মকর্তার সাথে মতবিনিময়। ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার আওতাধীন এতবারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার ওয়ার্ড সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাদ্য ও নগদ অর্থ বিতরণ

তিন সন্তানের জননী স্ত্রী বারবার সংসার ত্যাগে বিপর্যস্ত স্বামী, পরিবারে নেমে এসেছে অশান্তির ছায়া

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

তিন সন্তানের জননী স্ত্রী বারবার সংসার ত্যাগে বিপর্যস্ত স্বামী, পরিবারে নেমে এসেছে অশান্তির ছায়া

ডেস্ক রিপোর্ট :

কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক গ্রামীণ পরিবারের স্বামী দীর্ঘদিন ধরে তার স্ত্রী কর্তৃক সংসার ত্যাগ ও পারিবারিক অশান্তির অভিযোগ করেছেন। তিনি জানান, তাঁর স্ত্রী, তিন সন্তানের জননী, বারবার কোনো কারণ ছাড়াই সংসার ত্যাগ করে চলে যান এবং সন্তানদের মায়ের স্নেহ থেকে বঞ্চিত করেন।

অভিযোগকারী স্বামীর ভাষ্য মতে, তার স্ত্রী তার মা, বাবা, ভাই এবং ভাবীদের পরামর্শে প্রভাবিত হয়ে প্রায়শই সংসার ত্যাগ করেন। তিনি সংসারের ব্যক্তিগত বিষয়সমূহ তার নিজ পরিবারে প্রকাশ করেন, যার ফলে পারিবারিক অশান্তি বৃদ্ধি পায়। স্বামী যখন এসব বিষয়ে কথা বলেন, তখন স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যান এবং তার পরিবার থেকে অপমান ও মিথ্যা গুজব ছড়িয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়।

স্বামী বলেন, “আমি গত ১২ বছর ধরে সংসার করে আসছি। সন্তানদের মুখ চেয়ে সব সহ্য করেছি, সুখের আশায় থেকেছি। তবুও এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা একজন স্বামীর জন্য অত্যন্ত কষ্টকর। আমি চাই, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে সে ফিরে আসুক।”

তিনি আরও বলেন, “ঘরের শান্তিই বড় শান্তি। যার ঘরে সুখ নেই, তার জীবনে কোনো সুখ নেই। আমি সবসময় চেয়েছি সংসারকে টিকিয়ে রাখতে, কিন্তু একতরফা চেষ্টায় সব সম্ভব নয়।”

এই ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিষয়টিকে দাম্পত্য জীবনের ব্যর্থতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন, দুই পরিবারের মধ্যস্থতায় বিষয়টি সমাধান হওয়া উচিত।

এ বিষয়ে প্রয়োজনীয় সামাজিক ও প্রশাসনিক সহযোগিতা কামনা করেছেন অভিযোগকারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট