1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

লামা ইয়াংছার ভেলী ব্রিজ ধশে পড়ার আশঙ্কা

প্রভাষক নিজাম উদ্দিন; বার্তা সম্পাদক (কক্সবাজার,বান্দরবান):
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

লামা ইয়াংছার ভেলী ব্রিজ ধশে পড়ার আশঙ্কা

প্রভাষক নিজাম উদ্দিন;
বার্তা সম্পাদক (কক্সবাজার,বান্দরবান):

সোমবার(২১ এপ্রিল ২০২৫)
ঝুঁকির মুখে লামা-আলীকদম
-চকরিয়া সড়কের ইয়াংছা ভেলী ব্রিজ তামাকবোঝাই ট্রাকের চাপে মানবিক সংকটের দ্বারপ্রান্ত।

লামা-আলীকদম-চকরিয়া সড়কের ইয়াংছা ভেলী ব্রিজটি তামাক বোঝাই ভারি ট্রাকের চাপে ধ্বসের মুখে। এই ব্রিজটি লামা ও আলীকদম উপজেলার প্রায় ২ লক্ষ মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম স্থানীয় বাসিন্দাদের মতে, ব্রিজটি দিনদিন দুর্বল হয়ে পড়ছে, ট্রাক চলাচলের সময় এটি কেঁপে ওঠে, যা যানবাহন চালক ও পথচারীদের আতঙ্কিত করে তুলেছে ইতিমধ্যে পাশে একটি নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্পষ্ট জবাবে এর সমাপ্তির সময় অনিশ্চিত।

তামাক মৌসুমে প্রতিদিন ২০০–২৫০টি ট্রাক এই সড়ক ব্যবহার করে, যার প্রতিটিতে স্বাভাবিকের চেয়ে ২ গুণ বেশি মালবোঝাই করা হয়,
সড়ক ও জনপথ বিভাগের ট্রাকসহ ১০টন সীমা লঙ্ঘন করে দ্বিগুণ ওজনের ট্রাক চলাচল করছে।ট্রাফিক পুলিশের উপস্থিতি সত্ত্বেও ওজন নিয়ন্ত্রণে কোনো কার্যকর ভূমিকা নেই। স্থানীয় তামাক কোম্পানি, পাথর ও কাঠ ব্যবসায়ীরা প্রশাসনকে প্রভাবিত করে অতিরিক্ত মাল পরিবহন করছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।গত কয়েক বছর ধরে ব্রিজটি সংস্কার না হওয়ায় ব্রিজটি ধ্বসে গেলে লামা ও আলীকদমের সাথে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে
জরুরি স্বাস্থ্যসেবা, পণ্য সরবরাহ ও শিক্ষার্থীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হবে। স্কুলগামী শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা
তামাক ও অন্যান্য পণ্য পরিবহন বন্ধ হলে স্থানীয় অর্থনীতি বিপর্যস্ত হতে পারে।
সড়ক ও জনপথ বিভাগের
নতুন ব্রিজের কাজ শেষ না হওয়া পর্যন্ত অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচল নিষিদ্ধ করে ট্রাকের ওজন কঠোরভাবে নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ ও প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা।

ইয়াংছা ভেলী ব্রিজের সংকট কেবল স্থানীয় নয়, জাতীয় পর্যায়ের মনোযোগ দাবি করে। প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা, যা মানবিক বিপর্যয় ডেকে আনবে। এই সংকট সমাধানে সরকারি-বেসরকারি সমন্বয় এবং জরুরি ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ জরুর। এই বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোন বিস্তারিত জানতে চাইলে তিনি জানান উক্ত বিষয়ে গত কিছুদিন আগেও আমি ভারি গাড়ি চলাচল না করার জন্য অনুরোধ করছি এখন তারা যদি আমার অনুরোধ না শোনে তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকিবো বলে জানান, তিনি এবং সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী টোয়েন চাকমা জানান উক্ত বিষয়ে ঠিকাদারের সাথে আমাদের কথা হয়েছে ব্রিজ টি যদি এই মুহূর্তে কোন ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে এটার দায়ভার উক্ত ঠিকাদারে বহন করিবে।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাঈম এর সাথে মুঠোফোন বিস্তারিত জানতে চাইলে তিনিও একই কথা জানান যে আমরা চেষ্টা করতেছি ওভারলোডিং কোন গাড়ি যাতে চলাচল না হয় সে বিষয়ে ইতিমধ্যে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট