1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি)বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন বাহরাইন থেকে ৬৫ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ফারুক বিপদে ৯০ বাংলাদেশি

সিরাজগঞ্জের সলঙ্গায় তথ্য গোপন করে মসজিদের ৯ বিঘা জমি ভোগদখল

আব্দুল কুদ্দুস, বার্তা সম্পাদক, (সিরাজগঞ্জ)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের সলঙ্গায় তথ্য গোপন করে মসজিদের ৯ বিঘা জমি ভোগদখল

আব্দুল কুদ্দুস, বার্তা সম্পাদক, (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের সলঙ্গায় তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে মসজিদের নামে ওয়াকফ করা ৯ বিঘা জমি ৬০/৬৫ বছর যাবৎ নিজেদের পরিবারের দখল ও ফসলাদী আত্নসাতের অভিযোগ উঠেছে হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার উত্তর পাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে চরিয়া শিকার দক্ষিনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদুল ইসলাম মন্টুর (৬০) বিরুদ্ধে।

নদীর ধারে মসজিদ (চরিয়া শিকার উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ) এর নামে গত ২৭.১১.১৯৬০ সনে মন্টু মাস্টারের পিতার ফুফু লতিফুন্নেসা তার নীজ নামীয় জমি ৩৯০ ও ৩৯২ আর এস খতিয়ানের ১৬৯৬, ১৬৬৫, ৪৯৬৮,১১৬০,১৬৫৯,৪৯০৭,৫০৩১ দাগের মোট ৯বিঘা জমি মসজিদের নামে ওয়াকফ করে দেন।

লতিফু্ন্নেসার দেয়া ওয়াকফ দলিলে নদীর ধারে মসজিদে (চরিয়া শিকার উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের) দেয়া ৯ বিঘা জমির দলিলে তার ভাতস পুত্র আবদুল জলিলকে মুতাওয়াল্লি হিসেবে ইতি টানেন। উক্ত ৯ বিঘা জমি থেকে উৎপাদিত ফসল নদীর ধারের মসজিদের উন্নয়ন কাজে ব্যায়ের কথা উল্লেখ করেন।

লতিফুন নেছার ভাতিজা আব্দুল জলিল মারা যাওয়ার পর মন্টু মাস্টার দলিল ও ওয়াক ফের কাগজপত্রাদি গোপন করে ৬৫ বছর যাবৎ উক্ত জমি তার নিজের দখলে রেখে ফসলাদী ও নগদ অর্থ আত্মসাৎ করে আসছিল।

বিষয়টি জানাজানি হলে চরিয়া শিকার এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়।

মসজিদ কমিটি বার বার কাগজ দেখতে চাইলে মন্টু জানান, আমাকে মোতোয়াল্লি নিয়োগ দিয়েছে, এবং মসজিদে মাঝে মাধ্য ধুপশলা আগর বাতি কিনে দেওয়ার কথা উল্লেখ করা আছে যা আমি যে কোন মসজিদে দিতে পারি।
পরে মসজিদ কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফি ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম ডলার সহ গ্রামের লোকজন মিলে ঢাকার ওয়াকফ স্টেট অফিস থেকে কাগজ পত্রাদি তুলে আনলে বিষয়টি পরিস্কার হয়ে যায়। এ নিয়ে একাধিক বার মন্টুর সাথে বসে জমাজমি ও তার ফসলাদীর হিসেব চাইলেও তিনি এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান বলে জানান মসজিদ কমিটি।

অভিযোগের বিষয়ে মুঠোফোনে মন্টু মাস্টারের কাছে জানতে চাইলে তিনি জানান, মসজিদ কমিটিই একটি ভূয়া দলিল করে আমাদের সম্পত্তি দখল নেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফি ও সাধারণ সম্পাদক মাহমুদ ইসলাম ডলার বলেন, তথ্য গোপন করে ৬৫ বছর যাবৎ মন্টু মাস্টার ও তার পরিবার মসজিদের নামে ওয়াকফকৃত জমি দখলে রেখেছে। আপনাদের মাধ্যমে জমি ও তার ফসলাদীর হিসেব ও অর্থ আমারা ফেরত চাই। এ বিষয়ে মসজিদ কমিটি বলেন যতদূর যাওয়া দরকার আমরা যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট