1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি)বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন বাহরাইন থেকে ৬৫ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ফারুক বিপদে ৯০ বাংলাদেশি

বাবা তোমায় অনেক ভালোবাসি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

বাবা তোমায় অনেক ভালোবাসি…..

নিজস্ব প্রতিবেদক

আমার জীবনে সবচেয়ে ভালো বন্ধু হলো আমার বাবা। বাবা শব্দটা একটি সন্তানের জন্য এক অমূল্য রতন। বাবারা হয়ই একটু আলাদা। নতুন পোশাক কী জিনিস তা তারা চেনেন না। শার্ট আর প্যান্টটা দেখলে মনে হবে কমপক্ষে ত্রিশবার সেলাই করে। কিন্তু সন্তানের জন্য পারলে ত্রিশ দিনে ত্রিশবার নতুন, দামি পোশাকটা বাজার থেকে নিয়ে আসেন। জুতাটা বদলায়নি কতদিন। একই জুতা পড়ে থাকতে থাকতে জুতার তলাটা ক্ষয় হয়ে গেছে। অথচ সন্তানের জন্য ঠিকই এক জোড়া নষ্ট না হতেই নতুন এক জোড়া জুতা নিয়ে আসেন। মোবাইলটাও একেবারে নষ্ট না হলে বদলায় না।

বাড়ির ছোট ছেলেরা সব সময়ই একটু বেশি দুষ্ট হয়, আমিও এর ব্যতিক্রম ছিলাম না। ছোটবেলা থেকেই একটু বেশি রাগী ছিলাম। কারো কথা শুনতাম না, সারাটাদিন শুধু দুষ্টামি করে বেড়াতাম।

প্রাইমারিতে পড়ার সময় একবার স্যার জিজ্ঞেস করেছিলেন- তোমার বাবা কী করে? আমি অস্ফুটে হাসিমুখে বলে দিলাম, আমার বাবা কাজ করে আমাদের জন্য হাসি কিনে আনে। কী কাজ করে? স্যারের প্রশ্নের উত্তর দিতে পারিনি সেদিন। আসলেই তো আমার বাবা কী কাজ করে? এর আগে জানতাম না আমার বাবা কী কাজ করে। এতোদিন আম্মার মুখে শুনেছি, আমার বাবার কাজ একটাই আমাদের জন্য হাসি কিনে আনা।

পৃথিবীর বুকে অসংখ্য খারাপ লোক আছে, অসংখ্য খারাপ জম্মদাতাও আছে। কিন্তু আমি বিশ্বাস করি পৃথিবীতে একটাও খারাপ বাবা নেই। বাবার মনে হাজার দুঃখ থাকলেও তা তারা নিজের কাছেই রেখে দেন, কারো কাছে প্রকাশ করেন না। হেসে-খেলেই ওই কষ্টগুলো বুকে চাপা দেন। নিজের কষ্টটা কাউকে বুঝতে দেন না।

বাবাকে কখনো বলা হয়নি, বাবা তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার জীবনে সেই বৃক্ষ, যে বৃক্ষ নিজের শরীরের ঘাম ঝরিয়ে আমাকে আগলে রেখেছে। বাবা, তোমার তুলনা আর কারো সঙ্গে করা সম্ভব না। বাবা আমাদেরকে শিশুকাল থেকে প্রাপ্ত বয়স্ক হতে সাহায্য করে। জীবনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে যেতে সাহায্য করে। সন্তানের মুখে হাসি ফোটাতে আত্মত্যাগ করেন। সুস্থ্য ও সবল রাখতে যত্ন করেন। সম্মানিত, দক্ষ ও যোগ্য মানুষ হতে খরচ করে পড়াশুনা করান। বিপদে-আপদে পাশে থেকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেন। ভীষণ বড় বড় অপরাধ ক্ষমা করে কাছে টেনে নেন বারবার। সন্তানের দুঃসময়ে একমাত্র বাবাই কাছে টেনে নিয়ে বুকে আগলে রাখেন। বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি।

টেকনাফ সরকারি কলেজের ছাত্র
লেখক: মোঃ জাহেদ আলম (সাগর)
ঠিকানা: পালংখালী, উখিয়া, কক্সবাজার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট