1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি)বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন বাহরাইন থেকে ৬৫ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ফারুক বিপদে ৯০ বাংলাদেশি

উচ্চ আদালতে জামিনে কারামুক্ত হওয়ার পর সাবেক এমপি আব্দুল আজিজ লাঞ্চিত

আব্দুল কুদ্দুস, তাড়াশ উপজেলা প্রতিনিধি, (সিরাজগঞ্জ )
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

উচ্চ আদালতে জামিনে কারামুক্ত হওয়ার পর সাবেক এমপি আব্দুল আজিজ লাঞ্চিত

আব্দুল কুদ্দুস, তাড়াশ উপজেলা প্রতিনিধি, (সিরাজগঞ্জ )

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে জেলগেটে ধরে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। এ সময় তাকে মারধর করা হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক সাবেক এমপি আব্দুল আজিজের শার্টের কলার টেনে ধরে জোরপূর্বক মোটরসাইকেলে তোলার চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক এমপি অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ কারামুক্ত হয়েছে- এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্র-জনতা জেলা কারাগারে সামনে জড়ো হতে থাকে। এরপর কারাগার থেকে মুক্ত হয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ফেলেন তারা। এ সময় তাকে ধরে টানাহেঁচড়ার পাশাপাশি মারধরও করে ছাত্র-জনতা।

অধ্যাপক ডা. আব্দুল আজিজ সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ডা. আব্দুল আজিজ আত্মগোপনে ছিলেন। হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর হাইকোর্ট থেকে জামিন পেয়ে মঙ্গলবার তিনি মুক্তি পান।

এ প্রসঙ্গে কারা তত্ত্বাবধায়ক কামরুজ্জামান বলেন, উচ্চ আদালতের নির্দেশে স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা করেই রাত ৮টার দিকে তাকে ছাড়া হয়েছিল। পরে নাকি বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে ধরে নিয়ে থানায় সোপর্দ করেছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, ছাত্র-জনতা তাকে থানায় সোপর্দ করেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন আলাপ-আলোচনা করে এর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট