1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি)বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন বাহরাইন থেকে ৬৫ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ফারুক বিপদে ৯০ বাংলাদেশি

বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়

বার্তা সম্পাদক :প্রভাষক নিজাম উদ্দিন
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি ও শিক্ষার্থীদের মিলনমেলা।

প্রভাষক নিজাম উদ্দিন ;
বার্তা সম্পাদক :কক্সবাজার বান্দরবন।

বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। প্রথম ব্যাচের ছাত্রছাত্রীসহ বর্তমান পর্যন্ত প্রায় ১৭০০জন নবীন প্রবীন শিক্ষার্থীর মিলনমেলায় পরিণত বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।

শনিবার( ৫ এপ্রিল) সকাল ৯ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বর্ণাঢ্য শোভাযাত্রার পর বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীত ও শপথ পাঠের মাধ্যমে শুরু হয় মূল প্লাটিনাম জয়ন্তীর আনুষ্ঠানিকতা। নবীন প্রবীন শিক্ষার্থী ও শিক্ষকদের দীর্ঘ সময় পর একত্রিত হতে পেরে উচ্ছাস প্রকাশ করেন উপস্থিত সকলে।

প্লা‌টিনাম জয়ন্তী‌তে অ‌তি‌থি হি‌সে‌বে যোগ দি‌তে ‌পে‌রে নিজেকে ভাগ্যবান মনে করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তি‌নি ব‌লেন, ‘এটি পার্বত‌্য এলাকায় স্মরণীয় হ‌য়ে থাক‌বে। এমন মিলন‌মেলা বান্দরবা‌নে প্রথম। আশা কর‌ছি এ থে‌কে আগামী প্রজম্মের শিক্ষার্থীরাও অনেক কিছু শিখ‌তে পার‌বে।’ উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন আমরা পার্বত্যবাসী, কে কোন জাতির, কোন ধর্মের তা দেখার বিষয় না। সকলের সম্প্রীতি পার্বত্য এলাকাকে অনেক দূর এগিয়ে নিবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কাওছার, জোন কমান্ডার লে. কর্ণেল এএসএম মাহমুদুল হাসানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্লাটিনাম জয়ন্তীর আয়োজক কমিটি জানায়, বিদ্যালয়ের ১৯৫০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ৭৫ বছর পূর্তিতে ৭৫ বছরের প্রাক্তন শিক্ষার্থীসহ নতুন ও পুরাতন মিলিয়ে প্রায় ১৭০০জনের অধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রিয় প্রতিষ্ঠানের ভালবাসার টানে মিলনমেলায় যোগ দিতে দেশ বিদেশে থাকা প্রাক্তন শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন প্লাটিনাম জয়ন্তীতে।

দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে রয়েছে শিক্ষক ও গুনিজনদের সম্মাননা স্মারক প্রদান, প্লাটিনাম থিম সংগীত, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, মধ্যাহ্ন ভোজ, র‍্যাফেল ড্র।
মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট