শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
আমার হয়নি শোনা
সাহিত্য আচার্য্য( স্বরচিত)
কি এমন ছিল বায়না
তোমার-
বল, কিসের ছিল এত তারা?
যে হাত ছাড়ার ছিল না কথা,
সে হাত ছেড়েছো অযথা।
অভিযোগ গুলো বলতে যাকে,
আজ রেখে গেলে নিরুপায় করে যে তাকে।
ফাঁকা ঘরে আজ নিঃসঙ্গতার বাসা,
মনে হয় যেন উঁকি দিয়ে তুমি ডাকছো আমায়।
কিন্তু ঘুরে তাকালেই ওই নীরবতা-
দিয়ে গেল শুধুই, পেলে না কিছুই,
পাবেও না তুমি আর।
পৃথিবী সমান বোঝা আমার বুকে,
তুমি বুঝলে না একটি বার।
সত্যি করে বলতো,তুমি সেখানে সঙ্গ পেয়েছো কারে?
তবে আমায় তুমি ডেকে ছিলে কি,
সে দিন দিয়েছিলে অন্তিম সাজা?
কেননা সবটাই তুমি বলতে আমায়,
সেখানে এতো অতি গুরুত্বপূর্ণ কথা।
হয়তো তুমি বলেছিলে ঠিকই, যাচ্ছি আমি-
আমি হতভাগা,আমার হয়নি শোনা।