কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রসাশক আমিরুল কায়সার।
এ কে এম আজাদ
বিশেষ প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলার ইউনিয়ন পরিষদ সচিব এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের জন্য আয়োজিত 'দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা' সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলোর সেবার মান বৃদ্ধি এবং দাপ্তরিক কাজে গতি আনাই ছিল এই প্রশিক্ষণের মূল লক্ষ্য,
বুধবার সকাল ১০:০০টা থেকে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার বলেন, জনগণের কাজে আনিত বাজেটের সকল অর্থ জনগণের কল্যাণে ব্যবহার করুন নিজের ব্যক্তিগত কল্যাণে নয়, কোর্স পরিচালক - উপপরিচালক স্থানীয় সরকার কুমিল্লা মোঃ মেহেদী মাহমুদ আকন্দ তার বক্তব্যে বলেন, "সরকার তৃণমূল পর্যায়ে জনগণের কাছে দ্রুততম সময়ে সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর-গণ এই সেবার মেরুদণ্ড, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে আপনাদেরকে অবশ্যই স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করতে হবে।"
কোর্স সমন্বয়ক হিসেবে কর্মশালাটির আয়োজক ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চান্দিনা উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) ফয়সাল আল নূর,
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “বর্তমান সরকার ইউনিয়ন পরিষদগুলোকে শক্তিশালী করতে নানা উদ্যোগ নিয়েছে। এই প্রশিক্ষণে আপনারা যে নতুন ধারণা পেলেন, তা কাজে লাগিয়ে ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।” ভূমি কর্মকর্তা ফয়সাল আল নূর ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা প্রদানে কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে জোর দেন, প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ কারী উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান -প্যানেল চেয়ারম্যান - ইউপি সদস্য - ইউপি মহিলা সদস্য এবং ইউপি সচিব ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরগণ সরকারি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার, ডিজিটাল নথি (ডি-নথি) ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ পদ্ধতি এবং নাগরিক সনদের সঠিক ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা লাভ করেন।