হত্যাকাণ্ডের এক মাস পরও গ্রেফতার নেই, প্রশাসনের কাছে ন্যায়বিচার চাইল পরিবার
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
কিশোরগঞ্জের হোসেনপুরে সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নিহতের পরিবার ও স্থানীয়রা। সোমবার (৬ অক্টোবর) সকালে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
গত ৮ সেপ্টেম্বর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামে মিজানুর রহমান শরীফ (২৯) নামে এক যুবক খুন হন। ঘটনায় আরও দুইজন আহত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পরও এখনো পর্যন্ত প্রধান আসামিসহ কাউকে গ্রেফতার করা হয়নি। বরং আসামিপক্ষ মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে।
স্মারকলিপিতে ছয় দফা দাবি উত্থাপন করা হয়— দ্রুত আসামিদের গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা, মিথ্যা মামলা প্রত্যাহার, তদন্তে গাফিলতি রোধ এবং দ্রুত বিচার নিশ্চিতকরণ।
নিহতের পরিবার জানায়, প্রশাসনের দ্রুত পদক্ষেপই পারে এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন, ঘটনার সঠিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।