সড়ক ও জনপথে স্বস্তি নেই নেই কোন নিয়ম-নীতি রাজধানী সহ সারা বাংলাদেশে অনুমোদন বিহীন অটোরিকশা ও যানবাহনের কারণে জনগন পোহাচ্ছে ভোগান্তি
সড়ক ব্যবস্থাপনা, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং অনুমোদন বিহীন অটোরিকশা চলায় রাজধানীসহ সারা বাংলাদেশ এর মানুষ দুরবিহ জীবন-যাপন করছেন, বললেন বাংলাদেশ তৃণমূল পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক৷ এফ এইচ অপু।
বার্তা সম্পাদক অমিত তালুকদার
সড়ক ব্যবস্থাপনায় গাফিলতি, মেরামত ও রক্ষণাবেক্ষণে অপারগতা, অনুমোদনহীন অটোরিকশা ও টেসলা চলাচলের দৌরাত্ম্যে হাজারো প্রাণ বলির শিকার যেন নিত্যদিনের ঘটনা। সবকিছুর ভোগান্তিতে শুধুই সাধারন জনগন। মুখে নয় কাজে বিশ্বাসী আমরা সকলে। প্রতিকার ও যথাযথ ব্যবস্থা গ্রহনে জনগনকে এক হয়ে আওয়াজ তুলতে হবে। বাচ্চা না কাঁদলে মায়ে দুধ দেয়না আর এ অবস্থা দেখে মনে হচ্ছে বাচ্চা কাঁদবে কিন্তু মায়ে দুধ দেবে না। কারন মা থেকেও নেই। সজাগ ও জাগ্রত হউন এবং দেশকে ধ্বংস্বের হাত থেকে বাঁচান।
এফ এইচ অপু
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
বাংলাদেশ তৃণমূল পার্টি
কেন্দ্রীয় কমিটি