ময়মনসিংহ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
মকবুল হোসেননিউজ এডিটর, ময়মনসিংহ জ
ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার কাজী আখতার উল আলম এঁর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা ৫ অক্টোবর রবিবার সকাল দশটা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভার শুরুতেই পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। সভায় জেলার সকল পুলিশ সদস্যদের কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশেষ কল্যাণ সভার দ্বিতীয় পর্বে ময়মনসিংহ জেলার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এম এম মোহাইমেনুর রশীদ, পিপিএম (বার), সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) সাগর সরকার এঁর বদলীসূত্রে এবং মোঃ মাকসুদুর রহমান (ফুলপুর সার্কেল) এঁর অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিসূত্রে প্রস্থান উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনাড়ম্বর অথচ আন্তরিকতায় পরিপূর্ণ এই আয়োজনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, থানার অফিসারবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। বিদায় বেলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) এবং সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) জেলা পুলিশের প্রত্যেক সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এম এম মোহাইমেনুর রশীদ, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ মাকসুদুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) সাগর সরকার এঁর প্রতি গভীর শ্রদ্ধা এবং পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা জ্ঞাপন করছি।
বিশেষ কল্যাণ সভার শেষ পর্যায়ে বিদায়ী অফিসারদের মাঝে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক এবং উপহার তুলে দেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম । পাশাপাশি নব্য যোগদান কৃত অফিসার মোঃ রাকিবুর রহমান (ফুলপুর সার্কেল) ও মোঃ মিজানুর রহমান (হালুয়াঘাট সার্কেল) জেলায় যোগদান উপলক্ষে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।