দুর্গাপুরে সদ্য ঘোষিত বিএনপি’র ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
মোঃ নাসির উদ্দিন ক্রাইম রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুরে সদ্য ঘোষিত বিএনপির ছয়টি ইউনিয়ন কমিটি বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর ) বেলা ১২ ঘটিকায় দুর্গাপুর প্রেসক্লাব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে কমিটিতে ত্যাগী, কারানির্যাতিত , যোগ্য নেতাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে কমিটি করার অভিযোগ এনে তা দ্রুত বাতিল করে নতুন করে কমিটি ঘোষণার দাবী জানান উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ,
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, তিনি বলেন, নবগঠিত কমিটিতে বিগত সময় কারানির্যাতনের শিকার হওয়া ত্যাগী, যোগ্য নেতাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে পকেট কমিটি করা হয়েছে,
নজরুল ইসলাম বলেন, অর্থের বিনিময়ে যোগ্যদের বাদ দিয়ে সুবিধামতো লোক দিয়ে পকেট কমিটি করা হয়েছে, দলের ত্যাগী নেতা অনেকেই বিভিন্ন ইউনিয়নের দুঃসময়ে ত্যাগ স্বিকার করেছেন, অথচ নতুন কমিটিতে তাদেরকে বাদ দেয়া হয়েছে, বিএনপি হচ্ছে ত্যাগী ও সংগ্রামী নেতাকর্মীদের দল, অথচ সদ্য ঘোষিত সাতটি ইউনিয়নের মধ্যে, ছয়টি ইউনিয়ন কমিটিতে মাঠে-সংগ্রামে থাকা কর্মীদের উপেক্ষা করে এমন সব ব্যক্তিকে স্থান দেওয়া হয়েছে, যারা কখনো দলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেন নাই, এতে প্রকৃত নেতাকর্মীদের মনোবল ভেঙ্গে পড়েছে,
সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন, দুর্গাপুর উপজেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব দ্বারা প্রত্যায়িত নেতা আঃ সাত্তার বিগত দিনে সকল নির্বাচনে আওয়ামী প্রার্থীদের অর্থদাতা ও বৈষম্যবিরোধী আন্দোলন দমনে প্রকাশ্যে অর্থ ও অস্ত্রদাতা যার জন্য তাঁর বিরুদ্ধে ঢাকায় কদমতলী থানায় একটি মামলা চলমান আছে, যার মামলা নং- ৩৪৬/২৫- তাং- ২৯/০৫/২০২৫ ইং- ঢাকা থেকে আসা আ: সাত্তার স্বৈরাচার হাসিনার উত্তরসূরী, বর্তমানে আওয়ামীলীগের লোকজনকে বাঁচানোর জন্য এবং সুসংগঠিত উপজেলা বিএনপি কে ক্ষতিগ্রস্ত করে নীলনকশাকারী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিএনপির কিছু সুবিধাবাদী ব্যাক্তি যারা ৫ তারিখের আগে মাঠে এবং বিএনপির সাংগঠনিক কোন কাজে নেতাকর্মীদের পাশে ছিলনা, সে সব ব্যক্তিদের নিয়ে এক ফ্যাসিজম প্রতিষ্ঠার লক্ষ্যে সেই কমিটিতে নিয়মিত অর্থ প্রদান করে আসছে তার অর্থ গ্রহণ করে ৬টি ইউনিয়নের কমিটি প্রদানে দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু সহ, দুর্গাপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, বিতর্কিত কমিটি প্রদান করেন, তিনি আরও বলেন, আমরা সব সময় দলের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু দলের শৃঙ্খলা রক্ষা ও তৃণমূলের ঐক্য বজায় রাখতে হলে এই অবৈধ ও গঠনতন্ত্র বিরোধী কমিটি গুলো অবিলম্বে বাতিল করতে হবে, অন্যথায় আমরা রাজপথে নামতে বাধ্য হবো, আরো ভয়াবহ কর্মসূচির করবেন বলে জানান সাংবাদিক মিডিয়ার কাছে,,
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকবর হোসেন বাবলু, সাবেক সাধারন সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আ: আজিজ মন্ডল, সদস্য সচিব রেজাউল করিম হক স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, খবির উদ্দিন আহমেদ, গোলাম মোরশেদ শিবলী, পৌর বিএনপির সাবেক সি: যগ্ম আহ্বায়ক মো: আয়লাল হক, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল হাসান মিরুন, ঝালুকা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আমিন উদ্দিন, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সি: সহসভাপতি আব্দুল ওহাব মাস্টার, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক নাজিম উদ্দীন, পানানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইদুর রহমান সাব্দুল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল কালাম, উপজেলা কৃষক দলের সদস্য আব্দুল মান্নান প্রমুখ।
উলেখ্য, দুর্গাপুর উপজেলায় গত ১৯/০৫/২০২৫ ইং তারিখ হতে বিএনপির ৭টি ইউনিয়ন কমিটি গঠনের উদ্দেশ্যে কাউন্সিল শুরু হয়েছিল, পরে গত ২৯/০৫/২০২৫ ইং তারিখে নাম প্রস্তাবনা গ্রহণ শেষ করেন, দীর্ঘ ৪ মাস পর রাজশাহী জেলা বিএনপি ও কেন্দ্রের কোন নির্দেশনা বা অনুমতি ছাড়াই গত ২৮/০৯/২০২৫ ইং তারিখ স্বাক্ষরিত কমিটি ০২/১০/২০২৫ ইং তারিখ মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন, তার পর থেকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়, এ বিষয়ে উপজেলা বিএনপি’র সদস্য সচিব জুবায়েদ হোসেন জানান আমি কোন আর্থিক লেনদেন এর সাথে জড়িত নাই, অভিযোগ গুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।