বাকেরগঞ্জের কলস কাঠিতে মরা গরুর গোশত সহ দুইজন আটক, মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা।
সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি :
বাকেরগঞ্জ উপজেলার কলসকাটি ইউনিয়নের দিয়াতলী গ্রামের মোহাম্মদ মনসুর আলী হাওলাদার এর দুধের গরু টি তার বাড়িতে বসে বাম পা ভেঙে যায়।এবং গরুটি বেশ কিছুদিন অসুস্থ হয়ে তার বাড়িতে থাকার পর , এক দালাল এর মাধ্যমে গরুটিকে বাকেরগঞ্জের হেমায়েত ওরফে রাসেল কসাই এর কাছে গরুটি তিন লক্ষ টাকা বিক্রি করে। স্থানীয়রা জানায় শনিবার রাতে গরুটিকে মনসুর আলী হাওলাদার এর বাড়িতে বসে রাত ১২টার দিকে জবাই করে, অসুস্থ গরুটি মারা যাওয়ার পর কসাইরা জবাই করে। এ ঘটনা স্থানীয়রা জানতে পেরে সাংবাদিক ও প্রশাসনকে অবহিত করে। পরে বাকেরগঞ্জ থানার পুলিশ, মহসুর আলী হাওলাদার এর দুই ছেলে, রাসেল হাওলাদার। ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসে, মরা গরুর গোশতের বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ কে জানানো হলে তিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করেন , ওই মরা গরুর গোস্ত উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি সার্জন ডঃ মোহাম্মদ আমিনুল ইসলাম এর মাধ্যমে, বাকেরগঞ্জ পৌরসভার সহযোগিতায়, মাটিতে পুঁতে ফেলা হয়, এবং আটককৃত গরুর মালিক,ও কসাইকে ২০ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।