ঝালকাঠি পৌর প্রশাসকের বাউল সোহরাব হোসেনকে পুস্তক ছাপানোর কাজে অনুদান প্রদান
বাদল চন্দ্র ধর, সদর প্রতিনিধি, ঝালকাঠি
ঝালকাঠি পৌরসভা কার্যালয়ে বাউল সোহরাব হোসেন হাওলাদারকে বাউল গানের পুস্তক ছাপানোর জন্য (৫ অক্টোবর) রবিবার সকাল ১১টায় অনুদানের চেক তুলে দেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক মহোদয়।
পৌর প্রশাসক জনাব মোঃ কাওছার হোসেনে বলেন, এদেশের অন্তর্বর্তীকালীন সরকার জ্ঞানীগুনদের সহযোগিতা মূলক কাজে বদ্ধপরিকর। ভবিষ্যতে আগামীর বাংলাদেশের জ্ঞানী গুনিদের যথাযথ মূল্যায়ন ও সহযোগিতা করার আশ্বাস বর্তমান সরকার।