খানাবাড়ী শাহী জামে মসজিদ ও নূরে মদিনা মাদ্রাসা কমপ্লেক্সের বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন
মো মামুন মোল্লা জেলা প্রতিনিধি
খুলনা নগরীর আড়ংঘাটা থানাধীন থানাবাড়ী শাহী জামে মসজিদ ও নূরে মদিনা মাদ্রাসা কমপ্লেক্সের বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার রাতে মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক, ইউপি সদস্য মোঃ মামুন শেখ, খানজাহান আলী থানা শ্রমিক দলের সভাপতি কাজী শহীদুল ইসলাম ও খানাবাড়ী গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি শেখ জিহাদুর রহমান।
কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান স্বপন ও কোষাধ্যক্ষ শফিউদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা, নির্মাণ ও বাস্তবায়ন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার শেখ আবু হায়াত, এলাকার বয়োবৃদ্ধ ও প্রবীণ ব্যক্তিত্ব মোঃ জালাল উদ্দিন সরদার, মোঃ মতিয়ার রহমান ও মোঃ শামসুল হক।
উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সাবেক যোগীপোল ইউপি সদস্য শহিদুল ইসলাম, যুব দলনেতা শহিদুল ইসলাম সোহেল, আল-আমিন হাওলাদা, মেহেদী হাসান বাপ্পী ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন।
দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ জোবায়ের উদ্দিন।