ঝালকাঠিতে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও পদযাত্রা অনুষ্ঠিত
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়ের নির্দশে শান্তি স্থিতিশীলতার আহবানে দেশ জুরে প্রচার কার্যক্রম চলমান রয়েছে এর অংশ হিসেবে ঝালকাঠি আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠি উপজেলা পরিষদের সামনে ২৯ নভেম্বর রাজধানীর সরোওয়াদী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশ সফল করতে সারাদেশে দাওয়াতী ও প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন।
শনিবার সকালে এক পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
পদযাত্রা শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, জাকের পার্টির আর্দশ মানুষের অন্তরে ভালোবাসা, ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। দেশের উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
ঝালকাঠি জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব মাওলানা আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাকের পার্টির বরিশাল বিভাগীয় সাধারন সম্পাদক মো. ফারুক আহমেদ, মো. জাকির হোসেন, দুলাল খলিফা, খলিলুর রহমান নয়ন,এস,এম জালাল উদ্দীন, নাসির হাওলাদার, মো. কামরুল হাসান মাছুম সহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ,সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।