বাকেরগঞ্জে তুলাতলা নদী থেকে অজ্ঞাত নারীর ভাসমান লা*শ উদ্ধার
সৌরভ হাওলাদার বরিশাল জেলা প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার তুলাতলা নদীতে ভাসমান অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১.৩০ টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরসমদ্দী বালিগ্রাম সংলগ্ন তুলাতলা নদীর পূর্ব-দক্ষিণ পাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নারীর বয়স আনুমানিক ৪০-৪৫ বছর। শুক্রবার বেলা অনুমান ১১:৩০ টার সময় বাকেরগঞ্জ উপজেলার তুলাতলী নদীর পূর্ব দক্ষিণ পাড় গারুড়িয়া ইউনিয়নের চরসমদ্দী বালীগ্রামের জনৈক আলতাফ সিকদারের বাড়ির অদুরে তুলাতুলী নদীর পাশে অজ্ঞাতনামা মহিলার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এস আই আহসান জানায়, স্থানীয়রা তুলাতলা নদীতে অজ্ঞাত এক মহিলার লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে তিনি ওসির নির্দেশে লাশ উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।