পালংখালীর গর্ব সহকারী কমান্ডার আবুল আলা এপিসি
মোঃ জাহেদ আলম (সাগর) উখিয়া -টেকনাফ প্রতিনিধি।
উখিয়া উপজেলা, কক্সবাজার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পালংখালী ইউনিয়নের সহকারী কমান্ডার আবুল আলা এপিসি দায়িত্ব পালন করে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। উখিয়া উপজেলার বিভিন্ন দায়িত্বপূর্ণ কর্মকাণ্ডে তিনি যে নিষ্ঠা, সততা ও একাগ্রতার পরিচয় দিয়েছেন তা সবার প্রশংসা কুড়িয়েছে।
সহকারী কমান্ডার হিসেবে আবুল আলা এপিসি শুধু নিয়মিত দায়িত্বই পালন করেননি, বরং প্রতিটি কাজে তিনি দেখিয়েছেন দায়িত্ববোধ, সময়নিষ্ঠা এবং মানবিকতা। স্থানীয় জনগণের নিরাপত্তা রক্ষা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার উপস্থিতি ছিল অনন্য দৃষ্টান্ত।
স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ সকলেই জানিয়েছেন— আবুল আলার দায়িত্বশীল কার্যক্রমে পালংখালী ইউনিয়নে আনসার বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। তার নেতৃত্বে সহকর্মীরা অনুপ্রাণিত হয়ে দায়িত্ব পালন করছে।
যেমন স্বেচ্ছাসে সিভি হিসেবে যে কাজগুলো করে সুনাম অর্জন করেছেন ১/দুর্গাপূজা ২/ দুর্যোগ মোকাবেলা ৩/অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ৪/ট্রাফিক নিয়ন্ত্রণ ৫/নির্বাচন ডিউটি।
উখিয়া উপজেলা ও কক্সবাজার জেলার গর্ব এই সহকারী কমান্ডারকে নিয়ে ইতোমধ্যেই আলোচনায় এসেছে প্রশংসার ঝড়। জেলা কমান্ডান্ট মহোদয়ও তার অসাধারণ দায়িত্ব পালনের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এ ধরনের কর্মদক্ষ সদস্যদেরকে বাহিনীর প্রকৃত শক্তি হিসেবে অভিহিত করেছেন।
বাংলাদেশ আনসার বাহিনী সব সময় জনগণের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিবেদিত— সেই ঐতিহ্যকে আরও উজ্জ্বল করেছেন পালংখালীর সহকারী কমান্ডার আবুল আলা এপিসি।