সরকারি খাস জমি দখলের অভিযোগ, কবরস্থান ও মাদ্রাসার পথ বন্ধ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
কিশোরগঞ্জের তাড়াইলে সরকারি খাস জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবহৃত কবরস্থান ও মাদ্রাসার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দিগদাইড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় মো: সাত্তার মিয়া, আ: মোতালিব, নুরুল ইসলাম ও আব্দুল হেকিম রাতের আঁধারে অস্থায়ী ঘর নির্মাণ করে রাফিউল উলূম ইসলামিয়া মাদ্রাসা ও কবরস্থানে যাতায়াতের পথ বন্ধ করে দেন।
এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আমির হামজা বাদী হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, শত বছরের পুরোনো এ রাস্তাটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ব্যবহার করে আসছে। বর্তমানে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে কবরস্থানে লাশ নেওয়া-আনা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তি তীব্র আকার ধারণ করেছে।
অভিযুক্তদের দাবি, তারা নিজেদের জমিতেই ঘর নির্মাণ করেছেন। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারি খাস খতিয়ানের জমি দখল করে এ রাস্তা বন্ধ করা হয়েছে।
মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসী দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।