আজ বিজয়া দশমী, ঝালকাঠি পৌর শহরের দেবী বিসর্জন সুগন্ধা নদীতে
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হচ্ছে আজ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই শারদীয় আয়োজন।
দিনের শুরুতে ঝালকাঠির পূজা মন্ডপে অনুষ্ঠিত হয় বিহিত পূজা। এর পর সম্পন্ন হবে দর্পণ বিসর্জন ও দেবীর বিদায় প্রকৃিয়া।
প্রথা অনুসারে স্থানীয় সুবিধা অনুযায়ী বিকেল থেকে রাত পর্যন্ত শোভাযাত্রা মাধ্যমে ঝালকাঠি পৌর শহরের প্রতিমা সুগন্ধা নদীতে বিসর্জন।
ধর্মীয় – বিশ্বাসে বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মানুষের অন্তরের নেতিবাচক প্রবৃত্তি- কাম, ক্রোধ, হিংসা, লোভ সহ সব অশুরিক প্রবনতাকে বিসর্জন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা।
দেবীর বিদায়ের আগে মন্ডপে মন্ডপে অনুষ্ঠিত হয়েছে সিঁদুর খেলা। নারীরা দেবীর চরণে সিঁদুর নিবেদন করে নিজেদের সিঁঁথিতে ধারণ করবেন স্বামীর মঙ্গল কামনায়।এর পর পরস্পরকে সিঁদুর পড়িয়ে রঙে রাঙিয়ে তুলবে তারে। এ আয়োজনে থাকবে পান- মিষ্টি বিতরনও।
সর্বশেষ দেবীর প্রতি শেষ বারের মতো আরাধনা।