সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ইউনিটের আত্বপ্রকাশ
আব্বাস উদ্দিন:বার্তা সম্পাদক (ব্রাহ্মণবাড়িয়া)
সাংবাদিকদের অধিকার সুরক্ষা, নির্যাতন প্রতিরোধ ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির অঙ্গীকার নিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সরাইল উপজেলা ইউনিট গঠন করা হয়েছে। সরাইল সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বুধবার (১ অক্টোবর) দুপুরে দৈনিক আমার দেশ পত্রিকার সরাইল প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সহসভাপতি মোঃ শামসুল আরেফিনের সভাপতিত্বে কমিটির আত্নপ্রকাশ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি, জেলা শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সেক্রেটারী, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি নিয়াজ মোহাম্মদ খান বিটু। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার মোঃ শিহাব উদ্দীন বিপু, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম সম্পাদক সোহেল আহাদ, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম আহাদ ও সাংবাদিক ইউনিয়ন নেতা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে দীর্ঘ আলোচনা শেষে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ইউনিটের ৩বছর মেয়াদী ১৩ সদস্যের কমিটি ঘোষনা দেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক ও কলামিস্ট আবেদুর আর শাহীন(দৈনিক বার্তা), সহসভাপতি শেখ মো. ইব্রাহিম( দৈনিক প্রতিদিনের সংবাদ), সহসভাপতি মো: মুখলেছুর রহমান মোল্লা (দৈনিক সংগ্রাম), সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম (দৈনিক নয়াদিগন্ত), যুগ্ম সম্পাদক মো. আলমগীর ( দৈনিক আমাদের সময়), যুগ্ম সম্পাদক মো. ফয়জুল কবীর ( দৈনিক ভোরের চেতনা), সাংগঠনিক সম্পাদক মো. আব্বাছ উদ্দিন( দৈনিক আজকের বাংলা), অর্থ সম্পাদক মো. পারভেজ আলম (দৈনিক যায়যায় কাল), দপ্তর সম্পাদক মো. ফখরুদ্দিন (অগ্রধাপ), প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. খোকন মিয়া (যায়যায়কাল), কার্যনির্বাহী সদস্য মো. অহিদুজ্জামান লস্কর অপু (দৈনিক প্রথম বার্তা), কার্যনির্বাহী সদস্য মো.শাহাগীর মিয়া (আমার দেশ) ও কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন (দুর্নীতির সন্ধানে)।