
মহেশ্বরপাশা পশ্চিমপাড়া ঘোষপাড়ায় ঘরের জানালা দিয়ে শুভ নামের এক যুবককে গুলি করে হত্যা
মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি
খুলনা মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় গুলি করে তানভীর হাসান শুভ(২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বত্তরা। বুধবার রাত ২টা ৩০ মিনিটে ঘরের জানালা দিয়ে গুলি করে। স্থানীয়রা দ্রত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সকাল সাড়ে ৬টায় শুভ চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু করন করে। নিহত তানভীর হাসান শুভ দৌলতপুর থানাধীন পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন ঘোষপাড়া এলাকার আবুল বাশারের জ্যেষ্ঠ পুত্র।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার দিবাগত রাতে তানভীর হাসান শুভ কানে হেডফোন দিয়ে তার নিজ শয়ন কক্ষে ঘুমাচ্ছিল। একই ঘরে পাশের ফ্লোর বেডে তার আট বছর বয়সী ছোট ভাই সায়েম এবং তার মা ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে দুর্বৃত্তরা ঘরের উত্তর পাশের থাই এর জানালা দিয়ে তাকে লক্ষ করে গুলি করে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬ টায় সে মারা যায়।
নিহতের বড় মামা সিরাজুল ইসলাম জানিয়েছে, আমার ভাগ্নে তানভীর হাসান শুভ প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে ঘুমাতে যায়। একই রুমে শুভ, তার মা এবং তার ছোট ভাই সায়েম ঘুমাচ্ছিল রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিতে হঠাৎ শব্দ হলে পরিবারের সদস্যরা ভাবে শুভ’র কানের এয়ারফোন বাষ্ট হয়েছে। কিন্তু পরবর্তিতে দেখা যায় তাকে লক্ষ করে তিনটি গুলি করা হয়েছে। যার একটি গুলি নিহত শুভর বাম হাতের পাজরে এবং একটি তার মাথার ঠিক মাঝে লাগে। অপর গুলিটি তার মায়ের বালিশে লাগে বলে তিনি জানান। গুলিবৃদ্ধ অবস্থায় তাকে দ্রত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে বুধবার সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনরা জানিয়েছে, নিহত তানভীর হাসান শুভ’র ময়না তদন্ত শেষে মহেশ^রপাশা পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ সংলগ্নে আছরবাদ জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে পরিবারের ইচ্ছায় মহল্লার কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। তারা হত্যাকান্ডের বিষয়ে স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলেন।