বড় বোন আমার কলিজা পরিবারের ছোট ভাইয়ের হৃদয়ে কথা…
নিজস্ব প্রতিবেদক
ভাই-বোনের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে নির্মল, সবচেয়ে আপন সম্পর্কের একটি। এই সম্পর্কে থাকে না কোনো স্বার্থ, থাকে না কোনো ভেদাভেদ—শুধুই ভালোবাসা, স্নেহ আর গভীর মমতা। ছোট ভাইয়ের চোখে বড় বোন যেন এক অমূল্য সম্পদ, আর বড় বোনের হৃদয়ে ছোট ভাই থাকে অনন্ত স্নেহের ঘেরাটোপে।
এমনই এক আবেগঘন সম্পর্কের কথা জানিয়েছেন পরিবারের ছোট ভাই মোঃ জাহেদ আলম (সাগর)। তিনি আবেগপ্রবণ কণ্ঠে বলেন—
আমার বড় বোন আমার কলিজা। আমি পরিবারের ছোট ভাই। বোন শুধু বোন নয়, তিনি আমার মায়ের মতো। জীবনের প্রতিটি মুহূর্তে তাঁর ভালোবাসা আমাকে আগলে রাখে। তাঁর হাসি আমার শক্তি, তাঁর দোয়া আমার ভরসা।
মোঃ জাহেদ জানান, শৈশব থেকে আজ পর্যন্ত তাঁর প্রতিটি পদক্ষেপে বড় বোন ছিলেন অনুপ্রেরণার উৎস। পড়াশোনার চাপ, জীবনের নানা সংগ্রাম কিংবা দুঃসময়ের আঁধারে সবসময় বোন হয়ে উঠেছেন সাহস জোগানোর প্রেরণা।
যখন আমি দুঃখ পাই, বোন আমার কাঁধে হাত রাখেন। যখন আমি হাল ছেড়ে দিতে চাই, তিনি বলেন—তুমি পারবে। তাঁর এই একটুখানি কথা আমাকে আবার নতুন করে দাঁড় করিয়ে দেয়।
বড় বোন শুধু ভাইয়ের জন্য নয়, পুরো পরিবারের জন্য এক শক্তিশালী ভরসার জায়গা। সংসারে যেমন মায়ের স্নেহ থাকে, তেমনি বড় বোনও হয়ে ওঠেন দায়িত্বশীল, যত্নশীল ও মমতাময়ী। ছোট ভাইয়ের চোখে তাই বোন কেবল আত্মীয় নন, বরং একজন পথপ্রদর্শক, একজন শিক্ষক ও এক অমূল্য বন্ধু।
তিনি আরও বলেন…আমি যতই বড় হই না কেন, বোন সবসময় আমাকে ছোট ভাই হিসেবেই আগলে রাখবেন। তাঁর ভালোবাসা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। আমি গর্ব করি, কারণ আমার জীবনে এমন একজন বোন আছে যিনি আমার কাছে কলিজার চেয়েও প্রিয়।
সমাজবিজ্ঞানীরা মনে করেন, ভাই-বোনের সম্পর্ক মানব জীবনে মানসিক প্রশান্তি আনে। বড় বোনরা পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখেন, ছোট ভাইদের জন্য হয়ে ওঠেন অবলম্বন। আর ছোট ভাইয়ের কাছে বড় বোন এক অটুট নিরাপত্তার প্রতীক।
সবশেষে ছোট ভাইয়ের কণ্ঠে শোনা যায় অনাবিল ভালোবাসার স্বীকারোক্তি, আমার বড় বোন আমার কলিজা। তাঁর মায়ায় আমি বেঁচে আছি, তাঁর স্নেহ আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।
লেখক মোঃ জাহেদ আলম (সাগর)
টেকনাফ সরকারি কলেজ