ঝালকাঠি শহরের আড়ৎদার পট্টিহরি সভায় শারদীয় দুর্গোৎসবের মহানবমী পূজায় দেশ ও জাতির কল্যানে প্রার্থনা
বাদল চন্দ্র ধর, সদর প্রতিনিধি, ঝালকাঠি
হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব, শারদীয় দূর্গাপূজার আজ মহা নবমী পূজা।প্রত্যেক মন্দিরে মন্দিরে পূজার্চনা ও ভক্তরা দেবী দুর্গার আর্শিবাদ লাভের আশায় প্রার্থনা করছেন ।
বুধবার (১লা অক্টোবর ) সকালে ঝালকাঠি শ্রীশ্রী রাধা গোবিন্দ অঙ্গন ( হরিসভা মন্দিরে ) হাজারো ভক্তগন প্রার্থনা করেন।
ঝালকাঠি শহরের আড়ৎদার পট্টি শ্রীশ্রী রাধা গোবিন্দ অঙ্গন ( হরিসভায়) দীর্ঘদিন ধরে বিভিন্ন দেব দেবীর পূজা হয়ে আসছে।
এ বছর সনাতন ধর্মাবলম্বী পঞ্জিকা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর থেকে শুরু হয়ে আগামীকাল ২ অক্টোবর বৃহস্পতিবার দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিন ব্যপী দুর্গা পূজার মহোৎসবের মহা মিলন শেষ হবে।
ঝালকাঠি জেলায় এ বছর মোট ১৬২টি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ৭৫ টি,নলছিটি ২৪টি, রাজাপুর ১৮টি ও কাঁঠালিয়া উপজেলায় ৪৫টি মন্ডপে দেবীদুর্গার পূজার আয়োজন করা হয়েছে।
পূজার বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।এখন পর্যন্ত কোথাও পূজা বিঘ্নিত হয় এমন ঘটনা ঝালকাঠি জেলায় নি।