সুনামগঞ্জে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলা জিয়া মঞ্চের উদ্যোগে সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। জেলা সদরসহ বিভিন্ন উপজেলা ও থানা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জিয়া মঞ্চের আহবায়ক সুলতান মুহাম্মদ সবুজ। প্রধান অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক আজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ সেলিম মুন্না, যুগ্ম আহবায়ক আমিনুল হক ও আব্দুল্লাহ আকরাম তালুকদার।
উপজেলা ও থানা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—
সুনামগঞ্জ সদর উপজেলার আহবায়ক আলী হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমীন।
তাহিরপুর উপজেলার যুগ্ম আহবায়ক সুলতান আহমদ, সদস্য সচিব মনসুর মিয়া।
মধ্যনগর: আহবায়ক শাকিল আলম তালুকদার, সদস্য সচিব মোঃ সেলিম আহমেদ।
ধর্মপাশা কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আহবায়ক সালাম, সদস্য সচিব শফিক হাসান, যুগ্ম আহবায়ক সুলতান আহমদ, সদস্য সচিব মনসুর মিয়া।
দিরাই উপজেলার আহবায়ক কোহিনূর মিয়া, সদস্য সচিব জেনান আহমদ সালমান, যুগ্ম আহবায়ক মোঃ হারুণ উদ্দিন।
শান্তিগঞ্জ উপজেলার আহবায়ক আবু তাহের ইমন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাবেদ হোসেন, সদস্য সচিব শরিফ উদ্দিন।
দোয়ারাবাজার উপজেলার আহবায়ক একলাসুর রহমান, সদস্য সচিব জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আসাদুজ্জামান।
জামালগঞ্জ উপজেলার আহবায়ক মোজাহিদ আহম্মদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুল ইসলাম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ তাঁর আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।