মাগুরাতে ৬১৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে
রোকেয়া খাতুন,বিশেষ প্রতিনিধিঃ
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এ বছর মাগুরা জেলায় ৬১৪টি পূজামণ্ডপে এই উৎসব উদযাপিত হচ্ছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মাগুরা সদরে ২২৫টি, শালিখায় ১৩২টি, শ্রীপুরে ১৪৯টি, মহম্মদপুরে ১০৮টি মাগুরা জেলাতে সর্ব মোট ৬১৪টি পূজামণ্ডপে, শারদীয় উৎসব পালন করা হচ্ছে।
উৎসবে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি এবং গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের চলাচলের কারণে জেলা ও উপজেলা প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি মণ্ডপে সেচ্ছাসেবক, আনসার সদস্য ও পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক সেনা টহলের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।