উত্তর জেলা কৃষক দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ কে এম আজাদ
বিশেষ প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হলো কৃষকদলের এক মতবিনিময় সভা,
২৯ শে সেপ্টেম্বর বেলা ১২ টায়
উপজেলা কৃষক দলের মো: মফিজুল ইসলাম সভাপতিত্বে আয়োজিত, এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদল মো: শহীদুল্লাহ ভূঁইয়া, যুগ্ন আহবায়ক কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দল মো: দিন ইসলাম, যুগ্ন আহবায়ক কুমিল্লা উত্তর জেলা কৃষক দল মো: জহিরুল ইসলাম জগলুল, যুগ্ন আহবায় উত্তর জেলা কৃষক দল মো: আলী রেজা, যুগ্ম আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা কৃষকদল মো: জাহাঙ্গীর খন্দকার, যুগ্ম আহ্বায়ক কু: উ: কৃষক দল মো: সালাউদ্দিন নজু, যুগ্ম আহ্বায়ক কু: উ: কৃষক দল মো: নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কু: উ: কৃষক দল মো: আ: মান্নান, চান্দিনা পৌরসভা কৃষক দল সদস্য সচিব মো: জাহাঙ্গীর আলম, ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা কৃষকদল হাজী মো: নুরুল ইসলাম, সঞ্চালনায় সদস্য সচিব চান্দিনা উপজেলা কৃষক দল মো: জসিম উদ্দিন, সভায় ওয়াড'- ইউনিয়ন - উপজেলা ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,
অতীতের দমন-পীড়নের স্মৃতিচারণ
সভায় বক্তারা বিগত সরকারের সময় কৃষকদলের নেতাকর্মীদের ওপর চালানো দমন-নির্যাতন ও হয়রানির নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনেকে কণ্ঠরুদ্ধ আন্দোলনের দিনগুলোর কষ্টকর স্মৃতি শেয়ার করেন। তারা বলেন, বাধা-বিপত্তি সত্ত্বেও কৃষকদলের কর্মীরা মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন।
আলোচনায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কৃষকদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার কৌশল নির্ধারণ করা হয়। বক্তারা একমত হয়ে বলেন, বিএনপিকে আগামী নির্বাচনে বিজয়ী করতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। সকলে মাঠে থেকে কাজ করার পাশাপাশি কৃষক সমাজকে দলীয় কর্মসূচির সাথে সম্পৃক্ত করার আহ্বান জানান।
প্রধান অতিথি শফিকুল ইসলাম শফিক বলেন, “কৃষকরাই বিএনপির প্রাণ। তাই কৃষকদের দাবি ও স্বার্থ রক্ষাই আমাদের মূল দায়িত্ব।” তিনি ঘোষণা দেন— বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য আরও নতুন কর্মসূচি হাতে নেওয়া হবে।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে বিএনপির আমলে এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করার জন্য আধুনিক ও কৃষকবান্ধব নীতি প্রণয়ন করা হবে।
সভায় নেতৃবৃন্দ একযোগে মত দেন, কৃষকদলের মূল শক্তি হলো তৃণমূলের কৃষক কর্মীরা। তাদের সংগঠিত করেই বিএনপিকে বিজয়ের পথে এগিয়ে নিতে হবে। এজন্য ব্যক্তিগত স্বার্থ ও ভেদাভেদ ভুলে দলীয় ঐক্য বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।
চান্দিনার এই মতবিনিময় সভা শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং কৃষক সমাজের সঙ্গে বিএনপির সম্পর্ক নতুনভাবে দৃঢ় করার অঙ্গীকার। কৃষকদের প্রণোদনা, স্বার্থ সংরক্ষণ ও খাজনা মওকুফের মতো কর্মসূচি শুধু তাদের অর্থনৈতিক স্বস্তিই আনবে না, বরং আসন্ন নির্বাচনে বিএনপির শক্ত ঘাঁটি গড়তেও সহায়ক হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন কৃষকদলের নেতারা।