মাগুরাতে ফেসবুকে বিতর্কিত ছবি পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দীপ্ত গ্রেফতার।
রোকেয়া খাতুন,বিশেষ প্রতিনিধিঃ
মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর ইউনিয়নের পয়ারী কুরীপাড়ার বাসিন্দা দীপ্ত কুরী (২৫), ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন। তিনি স্থানীয় বাসিন্দা গৌতম কুরীর পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, দীপ্ত কুরী তার ফেসবুক আইডি “Dipto King” থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে একটি বিতর্কিত ছবি পোস্ট করেন। ছবিতে দুর্গা প্রতিমার পাশে থাকা অসুরের মুখে দাড়ি ও মাথায় সাদা টুপি বসানো হয়, যা ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর আশঙ্কা তৈরি করে।
ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, দীপ্ত কুরী এর আগেও অনুরূপ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আইনি দিক
বাংলাদেশ দণ্ডবিধির ধারা ২৯৫(A) অনুযায়ী, কোনো ধর্ম বা ধর্মীয় অনুভূতির প্রতি ইচ্ছাকৃত অবমাননার ঘটনায় দোষী প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।
এ বিষয়ে মাগুরা জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।