খুলনা বক্ষব্যাধি হাসপাতালে দুর্ধর্ষ চুরি, খোয়া গেল প্রায় ৫ লক্ষ টাকার মালামাল
মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি
খুলনার মীরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালে দুর্ধষ চুরি সংগঠিত হয়েছে । বৃহস্পতিবার দিবাগত রাতে চুরি সংঘটিত হতে পারে বলে হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছেন। সিসি ক্যামেরা, কনডেন্সার কপার পাইপ, কম্প্রেসার, এসি আউটডোর পাইপ, কনডেনশাল কয়েলসহ আনুমানিক ৪-৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে দাবি হসপিটাল কর্তৃপক্ষের।
হসপিটালের ল্যাব ইনচার্জ মামুন হাসান জানান ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার অফিস শেষ করে সকল কর্মকর্তা কর্মচারীরা চলে যায়। ২৭ সেপ্টেম্বর সকালে ইলেকট্রিশিয়ান এসে জানায় রাতে চুরির ঘটনা ভোট আছে । সঙ্ঘবদ্ধ চোর সিসি ক্যামেরা, কনডেন্সার কপার পাইপ, কম্প্রেসার, এসি আউটডোর পাইপ, কনডেনশাল কয়েল সহ আনুমানিক ৪-৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়েগেছে। তিনি আরো জানান শনিবার সকালে আমার ল্যাব টেকনোলজিষ্ট মেশিন চালু করলে মেশিন চলছে না বললে আমরা অনুসন্ধানে দেখতে পাই মেশিনের তার নাই চুরি হয়েছে ।
এ বিষয়ে হাসপাতালে প্রধান সহকারী এস এম শামীম হোসেন জানান হাসপাতালের চুরির ব্যাপারে খানজাহান আলী থানা পুলিশকে অবহিত করা হয়েছে। খানজাহান আলী থানার ওসি তুহিনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ব্যাপারে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।