রাজশাহী ৩ আসনে সংসদ সদস্য হিসাবে মনোনিত করে রাজশাহী জেলার জাতীয়তাবাদী শক্তির আশা আখাংক্ষার প্রতিফলন ঘটাবে
নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী ৩ আসনে সংসদ সদস্য হিসাবে মনোনিত করে ফেনী জেলার জাতীয়তাবাদী শক্তির আশা আখাংক্ষার প্রতিফলন ঘটাবে।
তোমরা নাসির হোসেন কে নিয়ে ষড়যন্ত্র করবা,?
আগের তার ইতিহাস টা যেন রেখো, কোথায় থেকে নাসির হোসেন তৈরি হয়েছে কোথায় থেকে এ নাসির হোসেন কে আমরা পেয়েছি।
মরহুম কবির হোসেন ভাই থেকেনাসির হোসেন অস্থির ভাই
বিএনপির স্তম্ভকে সুদৃঢকারী মরহুম কবির হোসেন ভাইয়ের হাতে গড়া নাসির হোসেন অস্থির
আজকের এই অবস্থানে আসতে অনেক ত্যাগ তীতিক্ষা স্বীকার করেছেন।
একদিন দুই দিনে নয় গত ৩০.৩২বছর এই দলের জন্য ভুমিকা রেখে আজকের এই অবস্থানে এসেছেন।
নব্বইয়ের স্বৈরাচারী আন্দোলনে জাতীয়তাবাদীর একজন অগ্রগামী কর্মী হিসাবে রেখেছে অনন্য ভুমিকা,৯৬-২০০০ সালে কামরুজ্জামান পরিবারের রোষানলে পরে ঠাই হয়েছিলো কারাগারে,ওয়ান ইলেভেনে দল ও জিয়া পরিবার যখন সেনাশাসকদের রোষানলে পড়েছে ঠিক তখনি বেগম জিয়ার নির্দেশে এই অঞ্চলে বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুদৃঢ করতে রেখেছে অগ্রানী ভুমিকা।
ফেনী জেলা যুবদলের দায়িত্ব পেয়ে নিজের শ্রম,মেধা ও কোটি কোটি টাকা খরচ করে জেলা যুবদলের কমিটিকে সারা দেশের মধ্যে একটি মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেছেন।
২০০৯ থেকে আজকের এই দিন পর্যন্ত আওয়ামীলীগের রোষানলে পড়ে প্রায় শতাধিক মিথ্যা মামলার আসামী হয়েছে,২০১৪,১৫, /২০১৭,১৮./২০২৩,২৪/আন্দোলনে জীবন বাজি রেখে দলের জন্য কাজ করে গেছেন এই জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে নিজের ও পরিবারের ব্যবসা বানিজ্য।
রাজশাহী তৃনমূল নেতাকর্মীদের কাছে তিনি এমনে এমনেই জনপ্রিয় হন নাই,ওনার আপোষহীন মনোভাব ও বিপ্লবী চিন্তাচেতনা, অসাধারণ সাংগঠনিক ক্যাপাসিটি ও দলের জন্য ত্যাগ স্বীকারের জন্যই ফেনী সহ আশপাশের অঞ্চলে তিনি পেয়েছে এক অভুতপুর্ব জনপ্রিয়তা।
সারা দেশে আমি বিশ্বাস করি, আগামীর আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান, সাবেক বাংলাদেশ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,বিশ্বাস আস্থাবাজন, নাসির হোসেন অস্থির , বর্তমান
দলের জন্য যাদের ত্যাগ রয়েছে, গত এক যুগের চেয়েও বেশি , স্বৈরাচার আন্দোলনে যাদের অগ্রানী ভুমিকা ছিলো এবং সাবেক ছাত্র ও যুবনেতাদের সমন্বয়ে ও তারুন্যনির্ভর নেতাদেরকেই প্রাধান্য দেয়া হবে ।
আমরা আশাবাদী রাজশাহী জেলা বিএনপিতে এর ব্যতিক্রম হবে না এবং তৃনমূল নেতাকর্মীদের প্রান পুরুষ নাসির হোসেন অস্থির রাজশাহী ৩ আসনে সংসদ সদস্য হিসাবে, মনোনিত করে ফেনী জেলার জাতীয়তাবাদী শক্তির আশা আখাংক্ষার প্রতিফলন ঘটাবে।