গিলাতলায় বীর মুক্তিয়োদ্ধা বজলুর রশিদের ইন্তেকাল
মোঃ মামুন মোল্লা ঃখুলনা জেলা প্রতিনিধি
খুলনা খানজাহান আলী থানার গিলাতলা কেডিএ আবাসিকের ভাড়াটিয়া বীর মুক্তিযোদ্ধা কাজী বজলুর রশিদ মাস্টার গতকাল সকাল ৭ টায় (৭৬) ইন্তেকাল করেন। (ইন্না ু লিল্লাহী অ ইন্না লিলাহী রাজিউন)। মূতুকালে স্ত্রী, ১ পুত্র ১ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখেযান। গতকাল আছর বাদ শিরোমনি শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর জানাজা শেষে গিলাতলা কেডিএ আবাসিকে দাফন সম্পন্ন হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি এর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। জানাযায় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার বাদ আছর মরহুমের রুহের মাগফেরাত কামনায় শিরোমনি বাজার জামে মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।