ঝালকাঠি পৌরসভা কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
ঝালকাঠি শহরে পৌরসভা কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু।শহরের ফুটপাত, রাস্তা ও ড্রেনের উপর দক্ষল করে গড়ে ওঠা দোকান ও অবৈধ স্থাপনা গুলোকে উচ্ছেদ করার মাধ্যমে সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি শহরের শীতলা খোলা এলাকা থেকে এই অভিযান শুরু হয়।পৌর প্রশাসক কাওছার হোসেন জানান,দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছে।এ অবস্থায় পৌরবাসীর হাটাচলায় নানা অসুবিধা হচ্ছিল।তাই এই উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে।
উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক কাওছার হোসেন, পৌর নির্বহী
কর্মকর্তা,সহকারি প্রকৌশলী নাজমুল হাসান সহ পৌর কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, পুলিশ,ও আনসার সদস্যরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত, রাস্তা দক্ষল করে রাখা ব্যবসায়িক স্থাপনা উচ্ছেদ হওয়ায় তারা স্বস্তি অনুভব করছেন। নিয়মিত ভাবে এই ধরনের অভিযান চালিয়ে শহরকে আরও পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা সম্ভব। পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন,এই উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।পৌরবাসীর সহযোগিতা কামনা করছেন।