1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা বিটাকের কেন্দ্র প্রধান এম মোর্শেদের ব্যাপক অনিয়ম ও দুর্নীতি (অনুসন্ধানী পর্ব ১) শান্তিপূর্ণ পূজা উদযাপন নিশ্চিতকল্পে পূজামন্ডপ পরিদর্শন করলেন কমান্ডার ঢাকা নৌ অঞ্চল বাংলাদেশ জনস্বার্থ সুরক্ষা পরিষদের উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ময়মনসিংহে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১ ঝালকাঠি পূর্বচাঁদকাঠি বাগান বাড়ি সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর অঞ্জলি প্রদান মাগুরাতে জুলাই হত্যা মামলার আসামিদেরকে প্রত্যায়ন দিয়ে জামায়াতের জেলা আমির এর বানিজ্য। শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও নিরাপত্তা বার্তা দিলেন বাংলাদেশ তৃণমূল পার্টির চেয়ারম্যান /সভাপতি জননেতা জনাব হাসান খালেদ তালুকদার। খুলনা মহেশ্বরপাশা থেকে ১১ বছরের শিশু মুন্না নিখোঁজ থানায় জিডি সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা নিশ্চিন্তে এবং নিরর্বিচ্ছন্ন নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনকে সজাগ থাকতে বলেছেন মংলা পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জুলফিকার আলী বাকেরগঞ্জে কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার-৩

ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির নির্বাচন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির নির্বাচন

কায়ছেদ সভাপতি, গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত

মোঃ মামুন মোল্লা খুলনা জেলা জেলা প্রতিনিধি

খুলনা নগরীর ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন খান জাহানআলী থানা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক যোগীপোল ইউপি চেয়ারম্যান মীর কায়ছেদ আলী। তিনি মহানগর বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু গ্রুপের অনুসারী। তিনবার নির্বাচিত যোগীপোল ইউপি চেয়ারম্যান। টানা ৩৭ বছর খানজাহান আলী থানা বিএনপি’র নেতৃত্ব দিয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া। তিনি কেসিসি ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি এবং দৌলতপুর থানা জামায়াতে ইসলামীর সূরা সদস্য।
সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে বিজয়ী মীর কায়ছেদ আলী ভোট পেয়েছেন ৮৮৫ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও খানজাহান আলী থানা যুবদলনেতা মোঃ আল মামুন জুয়েল ছাতা প্রতীকে ভোট পেয়েছেন ৭১৪ টি।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া তালা প্রতীকে ভোট পেয়েছেন ৩৭৪ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু গ্রুপের অনুসারী মোঃ হুমায়ুন কবির বিল্লাল টুপি প্রতীকে ভোট পেয়েছেন ২৯৭ টি।
মঙ্গলবার ভোর ৩ টায় ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোল্লা সোহাগ হোসেন।
বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেনঃ সহ-সভাপতি মাসুদ মোড়ল। মাছ প্রতীকে তার প্রাপ্ত ভোট ৪৫০ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আমিন আম প্রতিকে ভোট পেয়েছেন ৪৪০ টি । সহ-সাধারণ সম্পাদক পদে কলস প্রতীকে ৬৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আজিবর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদ হাওলাদার পান প্রতীকে ভোট পেয়েছেন ৬৬৮ টি। সাংগঠনিক সম্পাদক পদে গরুর গাড়ি প্রতীকে ৭৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শামীম আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান বাপ্পী কাঁঠাল প্রতীকে ভোট পেয়েছেন ৩৮৪ টি। প্রচার সম্পাদক পদে মোঃ আব্বাস তালুকদার মাইক প্রতীকে ৮৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নজরুল ইসলাম ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৭৫৫ টি। কোষাধ্যক্ষ পদে মোঃ হাবিবুর রহমান হাতি প্রতীকে ৯৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোতালেব হোসেন আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৫৯৮টি। ধর্ম ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ নুর আলম বটগাছ প্রতীকে ৫৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মিরাজুল ইসলাম ব্যাট প্রতীকে ভোট পেয়েছেন ৪৮৬ টি।
বিজয়ী তিনজন সদস্য হলেন ১. মোঃ আবু বক্কর সিদ্দিক স্বাধীন সূর্যমুখী প্রতীকে প্রাপ্ত ভোট ৭৪১ টি। ২. মোঃ মাসুম বিল্লাহ টিয়া পাখি প্রতীকে প্রাপ্ত ভোট ৬২৬ টি ৩. মোহাম্মদ তোফাজ্জল হোসেন ডাব প্রতীকে প্রাপ্য ভোট ৫৩০ টি।
উল্লেখ্য, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে রাত ১ টা পর্যন্ত ফলাফল প্রকাশের আগ পর্যন্ত ফুলবাড়িগেট বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। নির্বাচনে ১৩ পদের বিপরীতে মোট ৪৬ জনপ্রার্থী এ প্রতিদ্বন্দ্বিতা করেন।
সকাল থেকে ভারী বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনের ভোট কেন্দ্রে জড়ো হতে থাকে। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত তিনটি কক্ষে ১৮টি বুথে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ।

নির্বাচনে মোট এক হাজার ৬৫৮ জন ভোটারের মধ্যে এক হাজার ৬০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটার উপস্থিতি ছিলো ৯৬ শতাংশ।

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়ন ছিল।

সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ভোট গ্রহণ, গণনাসহ সকল কার্যক্রম পর্যবেক্ষণ করেন খুলনা শ্রম ও পরিচালকের দপ্তরের পরিচালক হাফিজ আহমেদ মজুমদার, উপ-পরিচালক ফারুক হোসেন ও মোঃ মাহবুব আলম।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচন পরিচালনা কমিটি ছিল তৎপর। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য প্রশংসিত হয়েছেন বাজারের ব্যবসায়ী সহ সর্ব মহলের।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ফুলবাড়িগেট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোঃ হাফিজুর রহমান।সদস্য সচিব ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, সদস্য ইকবাল হোসেন মিজান ও মোঃ মইনুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট