পল্লী বিদ্যুৎ ঠিকাদার কাছে চাঁদা দাবি অভিযোগে তিনজন আটক,
বিশেষ প্রতিনিধি
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১ চান্দিনা প্রধান কার্যালয় থেকে আটক করে, আটক কৃতরা হলো – চান্দিনা পৌরসভা এলাকার বেলাশহর গ্রামের মৃত মোহর আলীর ছেলে মো: ওয়ালি উল্লাহ, আরেক জন হলেন বেলাশহর গ্রামের মো: আলাউদ্দিন ও রমিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর,
চান্দিনা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা বনানী এলাকার ঠিকাদার প্রতিষ্ঠান ” আলীসা এন্টারপ্রাইজ ” কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর চান্দিনা অফিস হইতে বৈধ দরপত্রের মাধ্যমে বৈদ্যুতিক তার ও অন্যান্য সামগ্রিক ক্রয় করে, ২১ তারিখ রবিবার দুপুর দুইটার দিকে মালামাল পরিবহনের প্রস্তুতি চলাকালে, ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার মো: রেজাউল করিমের মোবাইলে ফোন করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন মো: অলি উল্লাহ, তিনি বলেন চাঁদা না দিলে পরিবহন করতে দেওয়া হবে না, এসময় মালামাল নিতে হলে নির্দিষ্ট চাঁদার টাকা পরিশোধ করতে হবে বলে হুমকি দেওয়া হয়,
পরিস্থিতি বুঝে ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার অলি উল্লাহ কে অফিসের স্টোর রুমে ডেকে আনেন, এ সময় অলিউল্লাহ ওর সাথে যোগ দেন অপর দুজন ব্যক্তি আলাউদ্দিন ও জাহাঙ্গীর, সেখানে চাঁদার টাকা আদায়ের জন্য একাধিকবার চাপ প্রয়োগ করেন, একপর্যায়ে প্রাণ নাশের হুমকি দেন, ঘটনার বিষয়টি তৎক্ষণিকভাবে স্থানীয় সেনা ক্যাম্পে অবহিত করলে যৌথবাহিনী অভিযান চালান, চান্দিনা ক্যাম্প কমান্ডার নেতৃত্বে অভিযান পরিচালনা কালে- তিনজনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়,
চান্দিনা অফিসারস ইনচার্জ (ওসি ) জাবেদুল উল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে তিনজন কে আটক করেছেন।