চান্দিনা যৌথ বাহিনীর অভিযানে গাজা ও ইয়াবা সহ ৪ মাদক কারবারি আটক ।
এ কে এম আজাদ
বিশেষ প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে, আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা গাঁজা -নগদ অর্থ এবং মাদক সেবনের নানা সরঞ্জাম উদ্ধার হয়, চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় চান্দিনা আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি অভিযানীক দল উক্ত অভিযানটি পরিচালনা করেন,
আটককৃতরা হলেন স্থানীয়ভাবে জানা যায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত রুমা আক্তার তাহার সহযোগীদের কে নিয়ে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করেন, সানানাগর গ্রামের জব্বার আলীর ছেলে মো: শহিদুল (৫৫), একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে জাহাঙ্গীর (৪৫), সানানাগর গ্রামের শহিদুলের ছেলে হৃদয় মিয়া (২১), সর্বসাং-সানানগর, পো: কুরছাপ, ইউনিয়ন-সুলতানপুর, থানা-দেবিদ্বার, ফজলুল মিয়ার কন্যা রুমা আক্তার (৩৫), স্বামী দুলাল মিয়া সাং-হাড়িখোলা, থানা-চান্দিনা, সাং-হাড়িখোলা, সর্বজেলা-কুমিল্লা
যৌথ বাহিনীর তথ্যমতে তাদের কাছ থেকে ২৯ পিচ ইয়াবা,এক কেজি গাঁজা, নগদ ২৫ হাজার ৩২০ টাকা এবং ইয়াবা ও গাঁজা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সূত্রে জানা যায়, অভিযানের আগে মনিটারিং সেল থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের মাধ্যমে হাড়িখোলা এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান সমাপ্ত করা হয়, চান্দিনা আর্মি ক্যাম্প কমান্ডার নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে গিয়ে তাদের আস্তানায় তল্লাশি চালায়, এ সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়,
সেনা সূত্রে জানা যায়, আটক চার জন কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ চান্দিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে, আদালতের প্রেরণ করা হয়।