১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন
কিশোরগঞ্জ প্রতিনিধি আল আমিন
:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নিয়ে দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, একের পর এক মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে দলের বিরুদ্ধে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, লড়াই-সংগ্রাম করেই আজকের অবস্থানে এসেছে। যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল, তারাও এখন বিএনপিকে নিয়ে সমালোচনা করে। বারবার বিএনপিকে ধ্বংসের চেষ্টা হয়েছে, দল ভাঙতে চেয়েছিল—কিন্তু পারেনি। ফিনিক্স পাখির মতো বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছে।”
তিনি আরও বলেন, “গুম-খুন করে যারা বিএনপিকে দুর্বল করতে চেয়েছিল, তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে। বিএনপি কোনোদিন মাথা নত করেনি, আর করবে না। তাই নেতা-কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান।”
বিএনপি মহাসচিব বলেন, “আজকের এই সম্মেলন কোনো সাধারণ সম্মেলন নয়। ১৫ বছরের ত্যাগ-তিতিক্ষার পর এ সুযোগ এসেছে। যে নেতার নামে স্লোগান হবে, সেই নেতা মাইনাস হয়ে যাবেন—এ কথাটা সবাইকে মনে রাখতে হবে।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম এ হাই, কেন্দ্রীয় নেতা কাজী মনিরুজ্জামান মনিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতা।
সম্মেলনস্থলে সকাল থেকেই কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। পুরোনো স্টেডিয়াম প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। নানা রঙের ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় পুরো এলাকা সাজানো হয়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল।