কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক :
দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কুড়াখাল ও মগপুস্কুরিনী গ্রামের উন্নয়ন ও আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামের ভবিষ্যৎকে আলোকিত করতে সমাজসেবামূলক নানা পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রবাসী মো: সেলিম রানা।
তিনি জানিয়েছেন, মানুষের স্বার্থে কাজ করা, বেকারত্ব দূরীকরণ, গরীব ও অসহায় মানুষকে স্বাবলম্বী করা, মাদকমুক্ত সমাজ গঠনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হবে। এছাড়া সরকারি সেবা বিনামূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সরকারি অনুদান নিজ দায়িত্বে বাসায় পৌঁছে দেওয়া, এবং গ্রামের প্রতিটি পরিবারে প্রয়োজনীয় তথ্য গ্রাম পুলিশের মাধ্যমে সরবরাহের পরিকল্পনাও রয়েছে।
গ্রামের বয়স্কদের জন্য মাসিক কৃষি বিষয়ক পরামর্শ কেন্দ্র স্থাপন ও প্রশিক্ষণের ব্যবস্থার কথাও উল্লেখ করেছেন তিনি।
মো: সেলিম রানা বলেন, “আমাদের গ্রামকে একটি মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবার মতামত ও সহযোগিতা প্রয়োজন।”
এ বিষয়ে তিনি গ্রামের সকলকে মন্তব্যের মাধ্যমে পরিচয় ও সম্মতি জানানোর আহ্বান জানিয়েছেন।