মাগুরা শ্রীপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে সেনা কর্মকর্তার সাথে মতবিনিময়।
মোঃতারিকুল ইসলাম তুহিন,নিজস্বপ্রতিবেদক,
মাগুরাঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মাগুরার শ্রীপুর উপজেলায় পূজা উদযাপন কমিটির সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক মিলনাতনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিমশ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মনোরঞ্জন সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপূজা নিরাপত্তা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ আজহার।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,নির্মল কুমার সাহা অধ্যক্ষ, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ অপূর্ব কুমার মিত্র সভাপতি, শ্রীপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ। সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, পূজামণ্ডপ ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেনা কর্মকর্তা মোঃ আজহার বলেন, ধর্মীয় উৎসব সকলের, আমরা চাই প্রতিটি নাগরিক যেন শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারেন।
সভায় পূজা উদ্যাপন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সেনাবাহিনী ও প্রশাসনের প্রতি ধন্যবাদ জানিয়ে পূজাকে কেন্দ্র করে সকল প্রকার গুজব ও অপপ্রচার এড়িয়ে চলার আহ্বান জানান।