আমি অহংকারী
তাছলিমা আক্তার মুক্তা
আমি খুনি, আমি আমার বিবেককে খুন করেছি ।
আমি অহংকারী ,
অহংকার করে মানুষের হৃদয়ে আঘাত করেছি।
আমি জালিম ,
ধর্মকে পুঁজি করে দিনের পর দিন ব্যবসা করেছি।
আমি মুনাফেক,
কতো শতো প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেছি।
আমি স্বার্থপর ,
নিজের স্বার্থের জন্য অন্যের হক নষ্ট করেছি।
আমি লোভী ,
অর্থ লোভে, দেহ লোভে অনবরত মানুষকে ঠকাচ্ছি।
আমি বদমেজাজি ,
আমি রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে মানুষকে কথার আঘাত করেছি।
আমি বেইমান ,
যারা আমার ভালোর জন্য নিজের ক্ষতি করেছে দিনরাত তাদের ভালোবাসার মূল্য দেইনি
আমি ছলনাময়ী !
রূপ সৌন্দর্য ও টাকার মোহে দেখিয়ে দিনের পর দিন প্রেমিকা সেজে ছলনা করেছি।
আমি মূর্খ ,
সামান্য জ্ঞানের অধিকারী হয়ে কথায় কথায় তর্কে জড়িয়েছি সবসময়।
আমি বধির !
কল্যাণের দাওয়াত পেয়েও নিজেকে শুদ্ধতার পথে পরিচালিত করতে পারিনি।
আমি অপদার্থ!
সকল সুযোগ সুবিধা থাকার পরেও সুযোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারিনি।
আমি অকৃতজ্ঞ !
প্রতি মুহূর্তে হাজারো নিয়মত ভোগ করেও স্রষ্ঠার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিনি।
আমি বেহিসাবি !
অল্প দিনের জন্য পৃথিবীতে এসে নিজেকে অমরত্ব দিতে চেয়েছি সময়ের হিসাব করিনি।
অন্যের কাছে সাহায্য চেয়েছি সাহায্য করিনি কখনো।
অন্যের কাছে ক্ষমা চেয়েছি কিন্তু ক্ষমা করিনি কাউকে ।