কবিতা সুখের ঠিকানা
কবি তাছলিমা আক্তার মুক্তা
তুমি জানো দুঃখ কোথায় থাকে ?
তোমার চোখে ।
যদি তাই না হবে ,
তবে তোমার চোখের দিকে তাকিয়ে সব দুঃখ ভুলে যাই কেন ?
তুমি জানো কষ্ট কোথায় থাকে ?
তোমার হাতে ।
যদি তাই না হবে,
তোমার হাতের স্পর্শে কষ্ট বিলিন হয়ে যায় কেন?
তুমি জানো শান্তি কোথায় থাকে প্রিয়োজনের বুকে ,
যদি তাই না হবে,
বুকের জমিনে মাথা রাখতেই শান্তি পাওয়া যায় কেন ?
আশা কোথায় থাকে জানো ?
প্রিয়োজনের মুখে ,
যদি তাই না হবে ।
তোমার মুখের কথার ভরসায় নতুন করে বাঁচার আশা জাগতো জাগে কেন ,?
তুমি জানো ভালোবাসা কাকে বলে ?
একজনের অভিমান হলে অন্যজন আদর করে
বুকে টেনে নিয়ে শান্তনা দিলে।
শুধু এইটুকু জ্ঞান থাকলে
কারো কোনো অভিযোগ থাকে না ।
সংসার ভাঙে না,
নারী কিংবা পুরুষ অন্যত্র সুখের খুঁজ করে না ।
ভালোবাসতে শেখ সুখ এমনিতেই পেয়ে যাবে।
টাকায় কখনো সুখ থাকে না।
সম্পদ কখনো সুখী করতে পারে না ।