ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, কর্তৃক সোনার বাংলা পরিবহন নামীয় বাস থেকে হেরোইনসহ মাদক কারবরি গ্রেফতার ০২
মকবুল হোসেন,নিউজ এডিটর, ময়মনসিংহ
ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, কোম্পানির আভিযানিক দল আজ ১৫ সেপ্টেম্বর সোমবার ২০২৫ খ্রি. সকাল অনুমান ১০:১৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ঢাকা বাইপাস সংলগ্ন সওদাগর ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। সোনার বাংলা পরিবহন নামীয় একটি বাস উক্ত চেকপোস্ট অতিক্রমের পূর্বে সিগনাল দিয়ে থামিয়ে বাসে থাকা যাত্রীদের দেহ ও ব্যাগ তল্লাশী করা হয়। তল্লাশী করার সময় ধৃত অভিযুক্ত ১। মোঃ রাকিবুল ইসলাম (৩৩), ২। আইফুল (৫৭) গতিবিধি সন্দেহ মনে হলে জিজ্ঞাসাবাদ করাকালীন তাদের হেফাজতে থাকা ব্যাগের মধ্যে অবৈধ মাদক দ্রব্য হেরোইন আছে বলে স্বীকার করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত ১৫০ গ্রাম অবৈধ মাদক দ্রব্য হেরোইন, ০২ টি মোবাইল ফোন জব্দ কর হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য হেরোইন এর অবৈধ বাজার মূল্যে আনুমানিক ১৫,০০,০০০/ টাকা।
ময়মনসিংহ জেলার কোতায়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিদের ও উদ্ধারকৃত আলামত হস্তান্তর করা হয়েছে।