বাজিতপুরে জামায়াত প্রার্থী অধ্যাপক রমজান আলীর গণসংযোগ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
বাজিতপুর, ১৫ সেপ্টেম্বর – দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, কিশোরগঞ্জ জেলা আমীর ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।
আজ সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি দিলালপুর ইউনিয়নের নোয়াপাড়া, মোল্লাপাড়া, শশেরদিঘী, তাতালচর, দিলালপুর বাজার ও বাজিতপুর কোর্ট এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগ শেষে এক সমাবেশে অধ্যাপক রমজান আলী বলেন, “পিআর পদ্ধতি, প্রয়োজনীয় সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে।”
গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন জেলা সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, উপজেলা নায়েবে আমীর ফারুক আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, বাজিতপুর পৌরসভার সভাপতি শামসুর রহমান রফিক, দিলালপুর ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম, গাজিরচর ইউনিয়ন সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম, দিঘিরপাড় ইউনিয়ন সহ-সভাপতি আখতার হোসেন, পৌরসভার সেক্রেটারি জোবায়ের আহমেদ, গাজিরচর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, দিলালপুর ইউনিয়ন সেক্রেটারি মোঃ নুর মিয়া, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন প্রমুখ।