।
খুলনা গভঃ ল্যাবরেটরি হাই স্কুলে
ডিবেট কম্পিটিশন অনুষ্ঠিত
মো মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি
খুলনা গভঃ ল্যাবরেটরি হাই স্কুল খুলনাতে অনুষ্ঠিত হয়ে গেলো কেবলমাত্র প্রযুক্তি ও বৈজ্ঞানিক উন্নয়নই বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করতে পারে’’ শীর্ষক ইংলিশ ডিবেট কম্পিটিশন-২০২৫।
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এর পৃষ্ঠপোষকতায় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চল, খুলনা এর আয়োজনে গভ: ল্যাবরেটরি হাই স্কুল খুলনায় গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এ ইংলিশ ডিবেট কম্পিটিশন। বিতর্ক প্রতিযোগীতায় গভ: ল্যাবরেটরি হাই স্কুল, খুলনার দুটি দল অংশগ্রহণ করে।
ইংলিশ ডিবেট কম্পিটিশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খুলনার দেবপ্রশাদ পাল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চল, খুলনার উপ-পরিচালক, ড. মোঃ কামরুজ্জামান, গভ: ল্যাবরেটরি হাই স্কুল, খুলনার প্রাক্তন প্রধান শিক্ষক এ কে এম গোলাম আযম, খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিস রুমানাই ইয়াসমিন। বিতর্ক প্রতিযোগীতার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন গভ: ল্যাবরেটরি হাই স্কুল খুলনার প্রধান শিক্ষক আবু হানিফ। অনুষ্ঠানের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন গভ: ল্যাবরেটরি হাই স্কুল, খুলনার প্রাক্তন প্রধান শিক্ষক মো: ইমরান আলী, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক কবির আলম খান, কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়, খুলনার সিনিয়র শিক্ষক জাহিদ হোসেন। বিতর্ক প্রতিযোগীতাটির মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব, গভ: ল্যাবরেটরি হাই স্কুল, খুলনার প্রক্তন শিক্ষার্থী মাহাথির মোহাম্মদ অথৈ।
প্রতিযোগিতার পক্ষ দলের বিতার্কিকরা হলো ১। মাহাদি মোহাম্মদ আকিব (৯ম শ্রেণি) ২। সাদিদ লাদিফ (৯ম শ্রেণি) ৩। নিঝুম (৮ম শ্রেণি)। অন্যদিকে বিপক্ষ দলের তার্কিকরা হলো ১। শরিফ আমির হামজা (৯ম শ্রেণি) ২। মারওয়া বিনতে আনোয়ার (৯ম শ্রেণি) ৩। তাহনাস তাসনিম উপমা (৮ম শ্রেণি) । শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়েছে মারওয়া বিনতে আনোয়ার (৯ম শ্রেণি)। প্রতিযোগীতা শেষে অতিথিবৃন্দ পক্ষ ও বিপক্ষ দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।