কুয়েটে এমএসই বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ম্যাটেরিয়াল সায়েন্স
এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়
সংবর্ধনা এবং ২০২৩ ও ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
এমএসই স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানটি ১৪ সেপ্টেম্বর রবিবার
বিকালে বিশ্বিবদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অনুষ্ঠানে এমএসই
স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ)
প্রফেসর ড. মুহাঃ রফিকুল ইসলাম, ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম। এসময় অতিথিবৃন্দ
নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী
প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের
এমএসই বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।