
জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পরও ভুয়া মানবাধিকার সংস্থার কার্যক্রম অব্যাহত: প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ | ১৩ সেপ্টেম্বর ২০২৫
গত ৬ সেপ্টেম্বর দেশের শীর্ষ জাতীয় দৈনিকে প্রতারণামূলক মানবাধিকার সংস্থা নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরও কোনো দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরং ভুয়া সংস্থাটি নাম পরিবর্তন করে নতুন কৌশলে পুনরায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সংস্থার চেয়ারম্যান সম্প্রতি তাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করে দিয়েছেন। পূর্বে এটি ছিল “আন্তর্জাতিক আইন সহায়তাকারী সংস্থা”, বর্তমানে নতুন নামে চালাচ্ছেন “আসক কেন্দ্রীয় সদর দপ্তর” নামে। নাম পরিবর্তন করলেও তাদের প্রতারণামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
গোপন সূত্রে জানা যায়, আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সুনামগঞ্জের নিয়ামতপুর এলাকায় সংস্থাটির একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি পরিচালনা করেন সুনামগঞ্জ জেলার সভাপতি মোঃ লিটন মিয়া এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, “ভুয়া সংস্থা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আলোচনা-সমালোচনা চললেও প্রশাসন কেন নীরব ভূমিকা পালন করছে?”
মানবাধিকারকর্মী ও স্থানীয় সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলছেন, এভাবে প্রতারণামূলক সংস্থা চালু থাকলে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হবে। প্রশাসনের উচিত দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শাস্তির আওতায় আনা।
জনগণের দাবী—আইন প্রয়োগকারী সংস্থা যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে এ ধরনের ভুয়া সংগঠন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি অসংখ্য মানুষকে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করবে।