ঝালকাঠিতে এস এ পরিবহনের অফিস থেকে ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
ঝালকাঠিতে এস এ পরিবহন পার্সেল সার্ভিসের অফিস থেকে ম্যানেজার শেখর বিশ্বাস (৪৫) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঝালকাঠি পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এস এ পরিবহনের কার্যালয়ের একটি কক্ষে ফ্যানের হুকের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে সেখানকার কর্মচারী নাঈম। ততক্ষনিক পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শেখর বিশ্বাসের মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মনিরুজ্জামান বলেন, লাশের সুরাতহাল শেষে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটা আত্মহত্যা। ময়না তদন্তের রিপোর্টের পর চুড়ান্ত ভাবে মৃত্যুর কারণ বলা যাবে।
নিহতের অফিসের কর্মচারী, পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন এস এ পরিবহন কতৃপক্ষ শেখর বিশ্বাস কে ঝালকাঠি থেকে ঢাকায় বদলী করেছে। তার মেয়ে স্মৃতি বিশ্বাসকে এইচএসসি প্রথম বর্ষে ঝালকাঠি সরকারি কলেজে ভর্তি করেছে আর ছোটো ছেলে সৈকত বিশ্বাস ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। বদলি জনিত কারণে পরিবার রেখে ঢাকায় যাওয়ার বিষয়টি মানসিক ভাবে মেনে নিতে পারেনি তাই হয়তো আত্মহত্যা করেছে।