ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে
রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারি স্কুলে ক্বিরাত, হামদ-নাত, দোয়া মাহফিল ও কুইজ প্রতিযোগিতা
মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি
ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীযের মধ্য দিয়ে রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারি স্কুল, খুলনা কর্তৃক ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে । গত ৬ সেপ্টেম্বর সকালে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বিরাত, হাম্দ-নাত, কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু জাফর সরদার, সিনিয়র শি ক্ষক মোঃ মহিউদ্দিন, সিনিয়র শিক্ষক সুবর্ণা আক্তার, সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।