ফুলশয্যায় সম্বর্ধনা দিলেন পুলিশ কর্মকর্তাকে
এ কে এম আজাদ
বিশেষ প্রতিনিধি
কুমিল্লা জেলা চান্দিনা থানা ফুল সজ্জায় রাজকীয় ভাবে সংবর্ধনা দিলেন সহকারী উপপুলিশ পরিদর্শক (নিঃ) মো: অহিদ উল্লাহ কে অধ্য বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর বেলা ২ ঘটিকায় চান্দিনা থানা অফিসার ইনচার্জ জাবেদ উল ইসলাম ও চান্দিনা থানা সকল অফিসারদের পক্ষ থেকে রাজকীয়ভাবে ফুল সজ্জায় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়, এবং মধ্যাহ্ন বোঝের আয়োজন করা হয়।
এ সময় চান্দিনা থানা অফিসার ইনসার্জ জাবেদ উল ইসলাম বক্তব্যে বলেন, সহকারী উপ পুলিশ পরিদর্শক মো: অহিদ উল্লাহ ১৯৭৮ সলে কুরছাপ গ্রামের সম্ভ্রান্ত পরিবার জন্মগ্রহণ করেন, দীর্ঘ ৩২ বছর সু্- নামের সাথে চাকুরি করেছেন, আমি তাহার সু সাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
এ ছাড়া চান্দিনা থানার সকল পুলিশ কর্মকর্তা অশ্রু বিজড়িত বিদায়ী সংবর্ধনা দেন।
সহকারী উপ পুলিশ পরিদর্শক (নিঃ) অহিদ উল্লাহ কুমিল্লা জেলা দেবিদ্বার থানা কুরসাপ গ্রামের আব্দুল মান্নান এর সন্তান। পূর্ববর্তী কর্মস্থল চাঁদপুর জেলা থেকে,বর্তমান কুমিল্লা জেলার চান্দিনা থানায় কর্মরত অবস্থায় অবসর গ্রহন করেন।